ক্রীড়া প্রতিবেদক(২৩ জানুয়ারী) :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন উপলক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০ এর জমজমাট আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেল ৩টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ খেলা শুরু হওয়ংার কথা রয়েছে। খেলায় সফরকারী খাগড়াছড়ি জেলা দলের মুখোমুখি হবে স্বাগতিক কক্সবাজার জেলা ফুটবল দল।
আকর্ষনীয় ম্যাচটি স্ববান্ধবে উপভোগের জন্য ক্রীড়ামোদি দর্শকদের অনুরোধ জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
প্রসঙ্গত: এর আগে দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র আয়োজনে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সার্বিক ব্যবস্থাপনা এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৭ জানুয়ারী শুরু হওয়া উদ্বোধনী খেলায় সফরকারী রাঙ্গামাটি জেলা ফুটবল দলকে ২-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশীপের শুভ সূচনা করেছিলো স্বাগতিক কক্সবাজার জেলা ফুটবল দল।
Posted ১০:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy