নজরুল ইসলাম,কুতুবদিয়া (৮ আগস্ট) :: কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে “মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার” সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্য নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, ওসি এ.কে.এম সফিকুল আলম চৌধুরী,উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy