তিনি বলেন, খালেদা জিয়া একজন বয়োবৃদ্ধ নারী। তিনি গুরুতর অসুস্থ এবং তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে সরকার খালেদা জিয়াকে প্রায় দুই বছর ধরে কারাগারে রেখেছে। তিনি মারাত্মক অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানিয়ে বলেন, যদি তাঁকে মুক্তি দেওয়া না হয় লক্ষ লক্ষ বিএনপির নেতা-কর্মী নিয়ে রাজপথের দখল নিয়ে বেগম জিয়াকে মুক্ত করা হবে ইনশাল্লাহ।
২১ শে ডিসেম্বর বিকেলে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে জেলা শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জননেতা লুৎফুর রহমান কাজল উপরোক্ত কথাগুলো বলেন।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy