কক্সবাংলা ডটকম(১৭ জানুয়ারি) :: ২০১৮ থেকে শুরু হয়েছে বলিউডে বিয়ের মরশুম৷ বলিপাড়ার আবহাওয়া দেখে যা মনে হচ্ছে ওয়েডিং বেলসের আওয়াজ এখনও দীর্ঘ সময় দরে চলবে৷ মালাইকা আরোরা ও অর্জুন কাপুর, সুস্মিতা সেন এবং রোহমান শৌলের সঙ্গে জুড়ল আরও এক কাপেলদের নাম৷
নতুন বছরে তাঁদের বিয়ের খবরের পাশাপাশি উড়ে বলিউডের জনপ্রিয় সিঙ্গার নীতি মোহনের বিয়ের খবর৷ পাত্র হলেন নিহার পান্ডিয়া৷ নামটা খানিক চেনা চেনা লাগছে তো? ইনি আর কেউ নন, দীপিকা পাডুকোনের এক্স বয়ফ্রেন্ড৷
প্রায় ১০ বছর আগের কথা৷ অ্যাক্টিং স্কুলের মাধম্যে তাঁদের পরিচয় হয়৷ সেখান থেকেই শুরু হয় দীপিকা-নিহারের প্রেমকাহিনী৷ তবে কয়েক বছর পরই তাঁদের ব্রেক আপ হয়৷ তবে দীপিকা পাডুকোনের এক্স বয়ফ্রেন্ড ছাডা়ও তাঁর আরও একটি পরিচয় রয়েছে৷
তিনি একজন অভিনেতাও বটে৷ কঙ্গনা রনাওয়াতের ‘মণিকর্নিকা : দ্য ক্যুইন অফ ঝাঁসি’তে ডেবিউ করতে চলেছেন নিহার৷ ছবিতে দ্বিতীয় বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি৷ এতদিন মিউজিক ভিডিওতে কাজ করছিলেন৷
নিহারের অবশ্য ‘দীপিকার এক্স বয়ফ্রেন্ড’ ট্যাগটিতে কোনও সমস্যা নেই৷ তাঁর কথায়, “আমার সঙ্গে দীপিকার সম্পর্ক ছিল৷ আর এখন দীপিকা জনপ্রিয় একজন অভিনেত্রী৷ তাঁর বয়ফ্রেন্ড হিসেবে যদি সকলে আমায় চেনে, চিনবে৷ আমি তো আর এটাকে বদলাতে পারব না৷ ‘মণিকর্নিকা’তে ডেবিউর সময়ও আমায় দীপিকার এক্স হিসেবেই চেনা হয়েছে৷”
Posted ৭:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy