বিশেষ প্রতিবেদক(৩ অক্টোবর) :: কক্সবাজার সফররত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: রোহিঙ্গাদের অবস্থানের কারনে স্থানীয়দের যাতে কোন সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য রাখছে সরকার। সেই লক্ষ্যে বেকারদের কর্মসংস্থানসহ স্থানীয়দের বিভিন্ন ধরণের সহযোগিতা দেয়া হবে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কক্সবাজার শহরের হোটেল কক্সটুডেতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ত্রাণ গ্রহণ শেষে ওবায়দুল কাদের বলেন: বাংলাদেশের কুটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমার রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য।
তিনি বলেন: আওয়ামী লীগ নয়, নেতিবাচক রাজনীতি করে বিএনপি এতিমের দলে পরিণত হয়ে গেছে। তারা কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মানবিকতার নামে তামাশা করেছে।
ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy