কক্সবাংলা ডটকম(২৮ জানুয়ারি) :: ভারত সরকার টিকা রপ্তানি নিষিদ্ধ করেছে। কিন্তু টিকা রপ্তানি নিষিদ্ধ করার পরও বাংলাদেশকে টিকা দিল ভারত। এই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে, ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য এবং অতীতের সব দ্বন্দ্ব, কোন্দল মুছে ফেলে সুসম্পর্ক তৈরি করার জন্য অনেক বেশী আগ্রহী। এই আগ্রহী হওয়ার একাধিক কারণ রয়েছে।
প্রথমত, ভারত দেখছে যে বাংলাদেশের সাথে যদি ভারতের একটা দূরত্ব সৃষ্টি হয় এবং দুই দেশের মধ্যে অস্থিরতা, অস্বস্তি তৈরি হয় তাতে বাংলাদেশের চেয়ে ভারতেরই বেশি ক্ষতি হবে। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলো ছিল বিচ্ছিন্নতাবাদীদের ঘাটি। এই সমস্ত অঞ্চলগুলো দীর্ঘদিন ছিল বিচ্ছিন্নতাবাদীদের দখলে। বিচ্ছিন্নতাবাদীরা সেখান থেকে নানারকম সুবিধা নিত এবং অপরাধমূলক কাজ করতো। ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা তার বড় প্রমাণ।
পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোরভাবে বিচ্ছিন্নতাবাদীদের জন্য বাংলাদেশর দরজা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এতে ভারত বুঝেছে যে, শেখ হাসিনা সরকার যেটা করেছে সেটা অন্য কারো কাছ থেকে পাওয়া কঠিন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যখন নেপাল এবং শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদীদের ঘটনাগুলো দেখার পর ভারত উপলব্ধি করেছে যে বাংলাদেশ তার প্রকৃত বন্ধু।
দ্বিতীয়ত, বর্তমানে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক। চীন এখন পাকিস্তানকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাংলাদেশের বাণিজ্য বাড়ানো ইত্যাদি কাজগুলো হয়েছে চীনের কারণে এবং পাকিস্তান যদি বাংলাদেশের সাথে একটি ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক তৈরি করে তাহলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে ভারত।
তৃতীয়ত, পশ্চিমবাংলার নির্বাচনে যদি বিজেপি কে জয় করতে হয় এবং তৃণমূলকে হারাতে চায়, তাহলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতেই হবে। কারণ পশ্চিমবাংলার লোকেরা অনেক বেশী বাংলাদেশমুখী। বাংলাদেশের খেলা, নাটক, সাহিত্য ইত্যাদির প্রশংসায় পঞ্চমুখ পশ্চিমবাংলা। বাংলা ভাষার আকড়ভূমি হয়ে গেছে বাংলাদেশ। সেই ক্ষেত্রে পশ্চিমবাংলায় যদি জয়লাভ করতে হয় তাহলে বাংলাদেশ বিদ্বেষ রেখে পশ্চিমবাংলা জয় করতে পারবে না বিজেপি।
মূলত এই তিন কারণেই তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ হতে চায়। আগামী মার্চে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর করবে এবং এই মার্চ পর্যন্ত সময়গুলোতে বাংলাদেশকে অনেকগুলো সুখবরই দেবে ভারত।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy