কক্সবাংলা ডটকম(২০ জুন) :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা তৈরি করছে। কারণ, তাদের অনেকেই মাদক ও নারী পাচারে জড়িত।
১৯ জুন নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলস প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন সরকারপ্রধান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়ন করা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের জন্য দীর্ঘ সময়ের সমস্যা। প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশ কতদিন এত বড় বোঝা বহন করবে।
কানাডার হাইকমিশনার বলেন, কানাডা সবসময় বাংলাদেশকে সহায়তা দেবে। তার দেশ রোহিঙ্গাদের জন্য দাতব্যের মাধ্যমে একটি অতিরিক্ত তহবিল তৈরি করছে।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে আনন্দ প্রকাশ করেন।
উভয়ই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন এবং একমত হন, যুদ্ধ সর্বদাই জনগণের ভোগান্তির কারণ।
Posted ২:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জুন ২০২২
coxbangla.com | Chanchal Chy