কক্সবাংলা ডটকম(২ জানুয়ারী) :: বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি একাদশ সংসদ নির্বাচনে ভোটদানকারী বাংলাদেশীদের অভিনন্দন জানিয়েছে।১ জানুয়ারী মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোটদানকারী কোটি কোটি বাংলাদেশীকে যুক্তরাষ্ট্র অভিনন্দন জানাচ্ছে। একইভাবে যুক্তরাষ্ট্র সাধুবাদ জানাচ্ছে সবক’টি প্রধান রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে, যা ২০১৪ সালের নির্বাচনের পর একটি ইতিবাচক অগ্রগতি।
বাংলাদেশের দারুণ অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে বিবৃতিতে ক্ষমতাসীন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা জানানো হয়। এ প্রসঙ্গে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের গভীরতার কথাও উল্লেখ করা হয়।
নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে উদ্বেগ জানালেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বহুমাত্রিকতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক বিকাশের প্রতি যুক্তরাষ্ট্র গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে একক বৃহত্তম বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের রফতানির একক গন্তব্যও যুক্তরাষ্ট্র। বাংলাদেশী বংশোদ্ভূত উল্লেখযোগ্যসংখ্যক আমেরিকানের বসতিও যুক্তরাষ্ট্র। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে সব দলকে সহিংসতা থেকে বিরত থেকে গঠনমূলকভাবে কাজ করার জোরালো আহ্বান জানাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র রবার্ট প্যালাডিনোর দেয়া বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের দুর্দান্ত অর্থনৈতিক অগ্রগতি এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা পারস্পরিকভাবে সম্পর্কিত। আমরা এ পরস্পর সম্পর্কযুক্ত লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের সঙ্গে কাজ করে যাব।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy