আবদুল হামিদ,বাইশারী :: নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে বাংলাদেশ ছাত্রলীগ বাইশারী ইউনিয়ন শাখার উদ্যোগে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ৪ জানুয়ারি সোমবার বিকাল ৩টার সময় বাইশারীস্থ আওয়ামিলীগ দলীয় কার্ষলয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলন করা হয়। বিকাল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হ্লাথোয়াইচিং মার্মা ও সহ সম্পাদক জসিমউদদীনের যৌথ পরিচালনায় মোঃ শিবলীর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি এস এন কে রিপন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহিম, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন, নাইক্ষংছড়ি কলেজ ছাত্রলীগ নেতা আবরার, সাইফুল ইসলাম প্রমুখ।
এসয় আওয়ামিলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগ বাইশারী ইউনিয়ন শাখা কতৃক ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
Posted ৮:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy