আব্দুল হামিদ,বাইশারী(২০ আগস্ট) :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জায়গা জমি সংক্রান্ত বিরুধের জের নিয়ে এক অসহায় ব্যক্তিকে প্রকাশ্যে মোটরসাইকেল করে তুলে নিয়ে জোর পুর্বক বাড়িতে আটকিয়ে অলিখিত স্টাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টায় নাইক্ষ্যংছড়ি থানায় ৩ ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৮ নং ওয়ার্ড আলী মিয়া পাড়ার বাসিন্দা মৃত মোকছেদ আলী ফরাজির পুত্র অসহায় বৃদ্ধ আবদুল জব্বার ফরাজী।
লিখিত অভিযোগেে জানা যায় অভিযোগ কারী আবদুল জব্বার ফরাজি বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন কৃষক ও অসুস্থ ব্যক্তি। বিভিন্ন জটিল রোগে তিনি আক্রান্ত। জায়গা সংক্রান্ত বিরুধ ও দীর্ঘ দিনের। অভিযোক্তরা দীর্ঘদিন যাবত মালিকানাধীন জায়গা জবর দখলের পায়তারা করে আসছে।
যার কারনে গত ১৩ আগষ্ট ২০২০ ইং তারিখ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বান্দরবন পিটিশন মামলা দায়ের করেন। মামলা নং ৮৮/২০২০ ইং ফৌঃ কাঃবিঃ ১৪৪ ধারা। উক্ত দায়ের করা মামলায় গত ১৮ আগষ্ট পুলিশ শান্তি শৃঙ্খলা ভংগের আশংখায় আদালতের নির্দেশ মোতাবেক উভয় পক্ষকে নোটিশ জারী করেন।
নোটিশ পেয়ে অভিযোক্তরা ক্ষিপ্ত হয়ে ঐদিনই প্রকাশ্যে দুপুর ২টা ৩০ মিনিটের সময় বাইশারী -নারিচ বুনিয়া সড়কে আবদুল জব্বার করাজির মোটরসাইকেলের গতিরোধ করে অন্য একটি মটর সাইকেল এ করে উঠাইয়া নিয়ে শাহ সিরাজুর রহমানের বাড়িতে আটকিয়ে রেখে মারধর পকেটে থাকা ১৫৮৩০ টাকা ও অলিখিত স্টাম্প এ স্বাক্ষর নেওয়ায় চেষ্টা করে।
খবর পেয়ে তার ছেলে সেকান্দর স্থানীয় লোকজনের মাধ্যমে পিতাকে উদ্বার করে। ঘটনাটি বিভিন্ন জায়গায় জানাজানির পর বর্তমানে উলটো হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগকারী আবদুল জব্বার ফরাজি জানান।
উক্ত ঘটনায় নিরুপায় হয়ে গত ১৮ আগষ্ট নাইক্ষ্যংছড়ি থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছন। তারা হলেন একই ইউনের নারিচবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ হাবিবুর রহমানের পুত্র আবু হুবাইব, আবদু সাত্তারের পুত্র মোঃ বাবুল ও দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত মোস্তাফিজুররহমান এর পুত্র শাহ সিরাজুল ইসলাম সজল সহ অজ্ঞাত নামা ৪/৫ জন ।
এবিষয়ে অভিযুক্তদের নিকট জানতে চাইলে তারা জায়গা সংক্রান্ত বিরুধের কথা স্বীকার করলেও অলিখিত স্টাম্পের কথা অস্বীকার করেন ।
তবে তারা নিজেদের জমিতে কাজ করছেন বলে ও জানান।
Posted ১১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy