বিশেষ প্রতিবেদক(৬ আগষ্ট) :: নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্ধর্ষ ডাকাত সর্দার আনোয়ার হোসেন মঙ্গলবার থেকে বাইশারী এলাকার রাবার শ্রমিকদের রাবার কষ (ল্যাটেক্স) সংগ্রহের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্টার রাবার বাগানের ম্যানেজারকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায়ের এক সপ্তাহের মাথায় পুরো শ্রমিক সমাজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ধারণা করা হচ্ছে, রাবার বাগান মালিকদের উপর ধার্য্য করা চাঁদার টাকা আদায়ের কৌশল হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সোমবার ভোরে কাজে যাওয়ার সময় বাইশারী-আলেক্ষ্যং সড়কের মাল্টা বাগান এলাকায় সশস্ত্র একটি গ্রুপ তাদের পথরোধ করে নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী এবং সোহেল রানা রাবার বাগানের সহকারী ম্যানেজার মনির হোসেন লাল জানান, ওই গ্রুপের মধ্যে আনোয়ার বাহিনী প্রধান ‘আনাইয়্যা’কেও তিনি দেখেছেন।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য সাব-ইন্সপেক্টর আবু মুসা জানান, তিনি মৌখিকভাবে বিষয়টি জেনেছেন। তবে কোন রাবার বাগান মালিক বা শ্রমিক এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ এখনো দেননি।
সাব-ইন্সপেক্টর আবু মুসা বলেন, উদ্ভূত অবস্থার পরিপ্রেক্ষিতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে শ্রমিকরা যাতে নিরাপদে কর্মস্থলে যেতে পারে তার ব্যবস্থাও নেওয়া হবে।
স্থানীয় নাজমা খাতুন রাবার স্টেটের সিনিয়র ব্যবস্থাপক আল আমিন জানান, ডাকাত দলের হুমকীর পর রাবার শ্রমিকদেও মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
তিনি জানান, বিষয়টি সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) আবু সালাম ও নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ আলমগীরকে অবহিত করা হয়েছে।
বাইশারী এলাকায় বেশ কয়েকটি বড় রাবার কম্পানির পাশাপাশি ছোট ছোট কয়েক ডজন রাবার বাগান রয়েছে। নিয়মিত শ্রমিক ছাড়াও এসব বাগানে প্রতিদিন ৬ থেকে ৭শ’ শ্রমিক রাবার কষ আহরণ করার কাজে নিয়োজিত রয়েছে। আনাইয়্যা বাহিনীর নিষেধাজ্ঞার পর তাদের জীবন-জীবিকা এখন হুমকীর মুখে পড়েছে।
Posted ১:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Chy