আবদুল হামিদ,বাইশারী :: নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে বালিকা উচ্চবিদ্যালয়ে ব্রাক জেন্ডার রেসপন্সিপ এডুকেশন এন্ড স্কিল প্রজেক্ট সি এইচ টির উদ্যোগে স্কুল শিক্ষক ও পরিচালনা কমিটিদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও যৌন হয়রানি বন্দ্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাছান আলী।
ব্রাক জেন্ডার সিনিয়র অফিসার মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ব্রাক জেন্ডার সিনিয়র অফিসার মোঃ রফিকুল ইসলাম।
তিনি বলেন পার্বত্য জেলার রাংগামাটি ও বান্দরবানের মাধ্যমিক পর্যায়ে ও সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলুতে হতদরিদ্র প্রান্তিক নারী ও শিশুদের লিংগ বৈষম্য সহিংসতা কমিয়ে আনা, শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের দক্ষতা এবং সুযোগ তৈরির মাধ্যমে তাদের দরিদ্রতা বিমোচন সহ ক্ষমতায় করাই প্রকল্পের মুল লক্ষ্য ও উদ্যেশ্য। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, যৌন হয়রানি, বাল্যবিয়ে বৈষম্য নিয়ে ও আলোচনা করা হয়। তাই তিনি স্থানীয় লোকজনের সহযোগিতা চান।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন সমাজ ভিত্তিক সচেতনতা বৃদ্ধি, চেয়ারম্যান মেম্বারদের জন্মসনদ দেওয়ার সময় যাচাই বাছাই সহ সভা সেমিনারেে নারী ও শিশুদের নিয়ে উপস্থিতির মাঝে পর্যালোচনা করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট, পরিচালনা কমিটির সদস্য ও নাইক্ষংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ, সদস্য মহিলা মেম্বার সাবেকুন্নাহার, ইউপি সদস্য ও পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল আজিম সহকারী প্রধান শিক্ষক আবু নাচের সহকারী শিক্ষক আজহার, দাতা সদস্য মোশাররফ আলী প্রমুখ।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy