কক্সবাংলা ডটকম(১১ জানুয়ারি ) :: ভারতের বাজারে নতুন YZF-R15 V3.0 ABS লঞ্চ করল Yamaha। নতুন এই মোটরসাইকেলের দাম 1.39 লক্ষ টাকা। ABS বিহীন YZF-R15 V3.0 মডেলের থেকে 12,000 টাকা দাম বেশি নতুন মোটরসাইকেলের। 2018 সালের অটো এক্সপোতে প্রথম সামনে এসেছিল তৃতীয় প্রজন্মের R15। ইতিমধ্যেই বাজারে জনপ্রিয় এই মোটরসাইকেল। নতুন YZF-R15 V3.0 তে যোগ হয়েছে ডুয়াল চ্যানেল ABS।
নতুন Yamaha YZF-R15 V3.0 ABS এ থাকছে একই 155 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন
Yamaha YZF-R15 V3.0 মোটরসাইকেলে প্রথম 150cc সেগমেন্টে ডুয়াল চ্যানেল ABS যোগ হল। তবে ABS ছাড়া এই মোটরসাইকেলে অন্য কোন পরিবর্তন আসেনি।
নতুন Yamaha YZF-R15 V3.0 ABS এ থাকছে একই 155 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বভোচ্চ19 bhp শক্তি আর 14.7 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে একটি 6 স্পিড গিয়ার বক্স।
তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Yamaha YZF-R15 V3.0 ABS। এছাড়াও 21 জানুয়ারি ভারতে নতুন মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে Yamaha। সম্ভবত এই দিন ভারতে আসবে নতুন Yamaha FZ V3.0। FZ V3.0 মোটরসাইকেলেও একই ডুয়াল চ্যানেল ABS থাকতে পারে।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy