বার্তা পরিবেশক(১৬ ডিসেম্বর) :: মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহিদ দৌলত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
অতিথির বক্তব্য রাখেন সাংসদ সাইমুম সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জয়বাংলা বাহিনী’৭১ প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সরকারি কলেজ অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী, শিক্ষাবিদ সোমেশ্নর চক্রবর্তী, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ছড়াকার আহসানুল হক ও জেলা শিল্পকলা একাডেমি পরিচালক সুদিপ্তা চক্রবর্তী।
অনুষ্ঠানে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৫:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy