প্রেস বিজ্ঞপ্তি :: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখা দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে সূর্যদোয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় পবিত্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,৮টা ৩০ মিনিটে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ,সকাল ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প মাল্য দান। বিকাল ৩টায় শহীদ দৌলত ময়দানে আলোচনা সভা।
এছাড়া ও দিন ব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রচার করা হবে। জেলার আওতাধীন সকল উপজেলা ও সাংগঠনিক উপজেলাকে অনুরূপ কর্মসূচি পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত কর্মসূচি সূমহে জেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy