কক্সবাংলা ডটকম(২০ জানুয়ারী) :: আন্তর্জাতিক মহলে অনেকটা চমক দিয়েই আমেরিকার মসনদে এসেছিলেন The Trump Organization-এর মালিক। তারপর একের পর এক ট্যুইট, বক্তব্যের অভিনবত্বে ছাপ রেখেছেন তিনি। নির্বাচন নিয়েও জড়িয়েছেন বিতর্কে। অবশেষে, সেই রাজত্বের অবসান।
সিংহাসনে বসবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে শেষবারের মত হোয়াইট হাউস ছাড়লেন সস্ত্রীক ট্রাম্প।
আমেরিকার মসনদের দিকে নজর থাকে গোটা বিশ্বের। তাই ওয়াশিংটনের নয়া অধিপতির অভিষেক বরাবরই তাৎপর্যপূর্ণ ঘটনা। তবে এবার সেই পরিবর্তন খুব একটা শান্তিপূর্ণ হয়নি। বিক্ষোভ, হামলা, আইন-আদালতে জেরবার হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন।
নিশ্ছিদ্র নিরাপত্তারমধ্যে দিয়ে আজ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। তাঁর শপথ অনুষ্ঠান ঘিরে নিররাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে ওয়াশিংটন।
এবারের শপথ অনুষ্ঠান প্রত্যেকবারের থেকে একবারে আলাদা। কার্যত সেনা ছাউনিতে পরিণত হয়ে গিয়েছে ওয়াশিংটন ডিসি। যেখানে প্রতিবার লক্ষ লক্ষ মানুষ অভিষেক অনুষ্ঠানে আসে, সেখানে এবার ভারী গামবুটের শব্দ। ২৫ হাজার সেনা রয়েছে নিরাপত্তার খাতিরে।
হোয়াইট হাউজ থেকে শপথ অনুষ্ঠান বিভিন্ন সংবাদমাধ্যম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। লক্ষ লক্ষ মানুষের জায়গায় এবার থাকছে প্রায় ২ লক্ষ পতাকা। রয়েছে ৪০০ আলোকস্তম্ভ। করোনার জেরে আমেরিকায় যে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের কথা স্মরণে রেখেই এই পতাকা ও আলোকস্তম্ভের ব্যবস্থা।
জানা গিয়েছে, বাইডেনের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবে পাঁচশো থেকে হাজারখানেক অতিথি, যাঁদের অধিকাংশই কংগ্রেস সদস্য ও বাইডেন-হ্যারিস পরিবারের লোকজন। বাইডেনের শপথ গ্রহণের ঘন্টা তিনেক আগে ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়াসহ ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন ফ্লোরিডায়।প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে তিনি ফ্লোরিডা যাবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে শপথ নেওয়ার পরেই নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সপরিবারে হোয়াইট হাউজে উঠবেন।
নিজস্ব প্রতিবেদন: না, বিদায়ী বক্তব্যেও নিলেন না তাঁর পরবর্তী শাসকের নাম। শেষবেলাতেও ডোনাল্ড ট্রাম্প রয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্পেই। ফেয়ারওয়েল স্পিচে নতুন প্রেসিডেন্টের শাসনকালের জন্য অবশেষে শুভকামনা জানালেন তিনি। এদিকে, বাবার হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার লগ্নেই নতুন সম্পর্কে ঢোকার কথা ট্রাম্পকন্যার মুখে।
থাকছেন না জো বাইডেনের (Jo Biden) শপথপাঠ অনুষ্ঠানে। রীতি ভেঙেই ট্রাম্প (Donald Trump) বুধবারই উড়ে যাচ্ছেন ফ্লোরিডা। তাঁর উপস্থিতি ছাড়াই হোয়াইট হাউসে (White House)হবে ক্ষমতার হস্তান্তর (Power Transfer)। শ্রোতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্প জানান, এই সপ্তাহে আমরা এক নতুন প্রশাসন শুরু করতে চলেছি। এর সাফল্য কামনা করুন। আমেরিকাকে নিরাপদ ও উন্নতিশীল রাখুন। আমরা বিপুল শুভেচ্ছা জানাচ্ছি নবাগত প্রশাসনকে। ভাগ্য তাদের সহায় হোক।
বিদায় বেলায় ট্রাম্পের অবশ্য মন ভাল করার মতো ঘটনাও ঘটল। তাঁর ছোট মেয়ে টিফানি ট্রাম্প (Tiffany Trump, the youngest daughter of US President Donald Trump) ঘোষণা করলেন, তিনি বাগদত্তা। টিফানি তাঁর ফিয়ঁসের (fiancé) কথা বলেন। বলেন মাইকেল বাউলসের (Tiffany Trump) সঙ্গে তাঁর এনগেজমেন্টের কথা।
সেই ঘোষণায় ট্রাম্প-কন্যা হোয়াইট হাউসে তাঁর স্মৃতিকাতর দিনের কথাও বলেছেন। হোয়াইট হাউস পরবর্তী তাঁর বাগদত্তার জীবন নিয়ে তিনি খুবই উদ্দীপ্ত। বলেছেন, তিনি পরবর্তী পর্যায়ের জন্য খুবই উত্তেজিত বোধ করছেন
Posted ৯:১০ অপরাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy