কক্সবাংলা ডটকম(৩ জানুয়ারি) :: বিয়ের মরশুম এখনও কাটেনি৷ ২০১৮ জুড়ে ছিল দীপিকা-রণভীর, প্রিয়াঙ্কা-নিক, কপিল-গিন্নির বিয়ের খবর৷ এবারে পালা অন্যান্য জুটিদের৷ বছরের শুরুতেই একের পর এক খুশির খবর৷
মালাইকা-অর্জুনের বিয়ের খবরে শোরগোল পড়েছে টিনসেল টাউনে৷ এক খবরে শিলমোহর পড়তে না পড়তেই আরও এক বিয়ের খবর শোনা যাচ্ছে বলিমহলে৷ ফারহান আখতার এবং শিবানী দান্ডেকার৷
আবারও বিয়ে করতে চলেছেন ফারহান৷ ২০১৭-তে আধুনা আখতারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ফারহানের৷ যদিও কোনও তিক্ততা নেই তাঁদের সম্পর্কে৷ আজও তাঁরা ভালো বন্ধু৷ তাঁদের দুই সন্তান, শাক্য এবং আকিরাও এই ছোট বয়সেই পরিস্থিতির সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে৷
বিবাহ বিচ্ছেদের আগে তাঁরা আলাদা থাকতেন৷ সেই সময় অভিনেত্রী কাম ভিডিও জকি শিবানী দান্ডেকারকে ডেট করতেন ফারহান৷ কমন ফ্রেন্ডসদের মধ্যে দিয়ে তাঁদের আলাপ হয়৷ পাপারাৎজির ক্যামেরায় প্রায়ই ধরা পড়তেন তাঁরা৷
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেদের সম্পর্কটি পাবলিক করেন ৷ শিবানীর সঙ্গে তোলা ঘনিষ্ঠ কিছু ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ ইদানিং তাঁদের একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে৷
পড়ুন: সাইবারদুনিয়ায় ক্রপ টপ পরে আগুন ধরালেন ‘মা’র ঝিলিক
জানা যাচ্ছে, এই বছরের মাঝের দিকেই বিয়ে সেরে ফেলতে চাইছেন সেলেব জুটি৷ শিবানীর সঙ্গে ফারহানের ছেলেমেয়েরও ভালো সম্পর্ক গড়ে উঠেছে৷ যার জন্য আর দেরি না করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফারহান-শিবানী৷
Posted ৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy