কক্সবাংলা ডটকম(৮ ডিসেম্বর) :: শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। মেগা ম্যাচের ঘিরে বিশ্ব জুড়ে চড়ছে পারদ। বিশ্বকাপে বরাবর ডাচরা মেসিদের শক্ত গাঁট। দেখে নিন বিশ্বকাপে দুই দলের সাক্ষাতের পরিসংখ্যান।
১৯৭৪ বিশ্বকাপে প্রথম বার মুখোমুখি হয় আর্জেন্টিনা ও নেদারল্যান্ডাসয়। গ্রুপ এ-র ম্যাচে ৪-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল নেদারল্যান্ডস।
১৯৭৮ বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিমা ও নেদারল্যান্ডস। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ে ডাচদের ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা
১৯৯৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস।
২০০৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে সাক্ষাৎ হয়েছিল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের। গোলশূন্যভাবে সেবার শেষ হয়েছিল ম্যাচ।
২০১৪ বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়েছিল ম্যাচ। টাই ব্রেকারে ৪-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছিল আর্জেন্টিনা।
এবার ২০২২ বিশ্বকাপে ১০ ডিসেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে (শুক্রবার মধ্যরাত) দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। কে হাসে শেষ হাসি সেটাউ েদখার।
Posted ১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy