কক্সবাংলা ডটকম(১৭ জুন) :: ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে টাইব্রেকে হেরে বাদ পড়ার আগপর্যন্ত অপরাজিত ছিল কোস্টারিকা। রাশিয়া বিশ্বকাপে এসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে হেরে বসল মধ্য আমেরিকার দলটি।
সামারা অ্যারেনায় অ্যালেক্সান্ডার কোলারভের দুর্দান্ত এক ফ্রি-কিকে কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে সার্বিয়া।
ম্যাচের ৪৫ মিনিট বিশ্লেষণ করলে পিছিয়ে রাখা যাবে না কোস্টারিকা-সার্বিয়া কোনো দলকেই। বল দখলে সার্বরা এগিয়ে থাকল ঠিকই, কিন্তু আক্রমণ বেশি শানিয়েছে কোস্টারিকানরাই। এই অর্ধে অবশ্য গোল নামের কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি কোনো দলেরই।
দ্বিতীয়ার্ধের শুরুতে সেই কাঙ্ক্ষিত গোল প্রায় পেয়েই যাচ্ছিল সার্বিয়া। ৫০ মিনিটে কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসকে একা পেয়েছিলেন অ্যালেক্সান্ডার মিত্রোবিচ। ওয়ান-টু-ওয়ান অবস্থানে পেয়েও রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো গোলরক্ষক নাভাসকে পরাস্ত করতে পারেননি সার্ব ফরোয়ার্ড।
ছয় মিনিট পর আর দলকে বাঁচাতে পারেননি নাভাসও। ৫৬ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে সার্বিয়ান অধিনায়ক অ্যালেক্সান্ডার কোলারভের চোখজুড়ানো বাঁকানো ফ্রি-কিক অনেক লাফিয়েও আটকাতে পারেননি নাভাস। সেই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় সার্বিয়ার।
এই ম্যাচ হেরে নকআউটের পথ কঠিনই হয়ে গেল কোস্টারিকার জন্য। গ্রুপ ‘ই’তে ২২ জুন নাভাসদের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে। একইদিনে সার্বিয়া খেলবে ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বী সুইজারল্যান্ডের বিপক্ষে।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy