কক্সবাংলা ডটকম :: বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ও তিউনেশিয়া দুই দলের কাছেই জয় অধরা ছিল। বিশ্বকাপে টিকে থাকার আশা জিইয়ে রাখতে দুই দলের কাছেই এই ম্যাচ ছিল ডু অর ডাই। সেখানে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া।
মিচেল ডিউকের করা একমাত্র গোলে তিউনেশিয়ার বিরুদ্ধে জয় পেল গ্রাহাম আর্নল্ডের ছেলেরা। ডেনমার্কের বিরুদ্ধে শেষ ম্যাচ জিততেও পারলেও শেষ ষোলোয় পৌছে যাবে অজিরা
এদিন ম্যাচে প্রথম থেকেই দুই দল ধীরে চলো নীতি নেয়। রক্ষণকে মজবুত রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে অস্ট্রেলিয়া ও তিউনেশিয়া। তবে ধীরে ধীরে খেলার রাশ নিজেদের হাতে নেয় গ্রাহাম আর্নল্ডের দল। যার ফলও মেলে ম্যাচের ২৩ মিনিটে। ক্রস থেকে দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন অজি তারকা। এরপর ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ পেলেও কেউই গোলের মুখ খুলতে পারেনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধ খোলস ছেড়ে বেরোয় তিউনিশিয়া। গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠান জালাল কোয়াদেরির দল। প্রথমার্ধের থেকে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে তিউনেশিয়া। তবে অস্ট্রেলিয়ার জমাটি রক্ষণ ভাঙতে পারেনি তিউনেশিয়ার অ্যাটাকিংলাইন।
গোলের ব্যবধান বাড়ানোরও সুযোগ এসেছিল অজিদের সামনে। তবে তা কাজে লাগেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। অপরদিকে ডেনমার্কের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তিউনেশিয়া। তবে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরে বিশ্বকারে নিজেদের টিকিয়ে রাখল গুডউইন, ডিউক, ম্যাকগ্রি, ইরভিনরা।
Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy