কক্সবাংলা ডটকম(২৮ নভেম্বর) :: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড মেগা ম্যাচ। নেইমার-হীন তিতের দলের ভরসা রিচার্লিসন। নেইমারের পরিবর্তে খেলতে পারেন রদ্রিগো।
বিশ্বকাপে সুইসদের একবারও হারাতে পারেনি ব্রাজিল। সুইজারল্যান্ডের শক্তি মাঝমাঠ। এ ম্যাচ যে জিতবে সেই দলই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে।
আরও একবার সাম্বা ম্যাজিকের অপেক্ষা। কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে হট ফেভারিট ব্রাজিল। পৃথিবীর অন্যতম সুন্দর দেশটি ফুটবল মাঠে ব্রাজিলের বরাবরের গাঁট।
ইতিহাস বলছে, সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করা ব্রাজিল কখনোই বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি। এখনও পর্যন্ত দু’বারের দেখায় দুটি ম্যাচই ড্র হয়েছে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৯৫০ বিশ্বকাপে দুই দলের প্রথম দেখার ম্যাচটি ড্র হয়েছিল ২-২ ব্যবধানে। সোমবার রাতে তাই প্রথম জয়ের খোঁজে দুই দলই।
বিশ্বকাপে না জিতলেও মুখোমুখি সাক্ষাতে এক চুল এগিয়ে ব্রাজিল। সব মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় ব্রাজিলের, দুটি জিতেছে সুইসরা। আর বাকি চারটি ড্র।
ব্রাজিলের মতো শাকিরিরাও এবারের বিশ্বকাপ শুরু করেছে। ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইসরা। এ ম্যাচ যে জিতবে সেই দলই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে।
চোটের জন্য সুইসদের বিরুদ্ধে নেই নেইমার। ব্রাজিল শিবিরের অন্দরমহলের খবর, নেইমারের বিকল্প তিতের প্রথম পছন্দ রদ্রিগো। রিয়াল মাদ্রিদে খেলার সুবাদে ভিনিসিয়ার জুনিয়রের সঙ্গে তাঁর বোঝাপড়া ভাল। দ্বিতীয় বিকল্প হিসেবে সুকাস পাকেতাও থাকছে তিতের হাতে।
তৈরি রয়েছেন আর্সেনালের হয়ে ফুল ফোটানো গাব্রিয়েল জেসুস ও মার্তিনেল্লি। ফরোয়ার্ড এভার্টন রিবেইরো, পেদ্রো, অ্যান্থনিও রয়েছেন স্কোয়াডে। প্রথম ম্যাচে জোড়া গোলের নায়ক রিচার্লিসনও বাড়তি অক্সিজেন দিচ্ছেন সেলেকাও শিবিরে।
অন্যদিকে সুইজারল্যান্ডের প্রাণকেন্দ্র মাঝমাঠ। জাকা, জেরডানরা দীর্ঘদিন দলে রয়ছেন। আক্রমণে ভরসা এমবোলো। ভার্গাস, শাকিরিরা। হলুদ ঝড় সামলে পাল্টা আক্রমণে রাস্তায় হাঁটার প্ল্যানে সুইস কোচ মুরাত ইয়াকিন।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy