কক্সবাংলা ডটকম(৪ ডিসেম্বর) :: মেসি ম্যাজিকই কাতারে ফিফা বিশ্বকাপের শেষ আটে পৌঁছে দিল আর্জেন্তিনাকে। সেমিফাইনালে দিয়েগো মারাদোনার দেশের সামনে নেদারল্যান্ডস। আহমেদ বিন আলি স্টেডিয়ামের গ্যালারি আজ ছিল নীল-সাদায় পরিপূর্ণ। বল দখলের লড়াইয়ে আগাগোড়া এগিয়ে থাকা আর্জেন্তিনা এদিন রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। খেলার ফল ২-১।
ফুটবল ঈশ্বরের বর পুত্রকে কী এবারও খালি হাতে ফিরতে হবে বিশ্বকাপ থেকে, নাকি অবশেষে তার প্রতি সুবিচার হবে? মেসি কী পারবেন দিয়েগো মারাদোনা অথবা মারিও কেম্পেস হতে? এইসব ছিল আজকের প্রশ্ন। উত্তর দেওয়ার জন্য ছিল কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়াম। এর আগে ৭ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, জিতেছে ৫ বারই। একটি ম্যাচে হেরেছে, ড্র হয়েছে এক ম্যাচে।
তবে মেসি কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখতে রাজি নন। তিনি জানিয়ে দিয়েছিলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে। যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে, সবার জন্যই সমান সুযোগ। আমাদের এমনভাবেই প্রস্তুতি নিতে হবে যেমনভাবে আর দশটা ম্যাচের জন্য নেই। আমাদের শান্ত থাকতে হবে, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে।
Peter Drury commentary on Messi’s goal vs Australia in his 1000th professional game ❤️🔥 #ARG pic.twitter.com/odMBKFB6YS
— Fútbol (@El_Futbolesque) December 3, 2022
প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়া আর ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে সকারুরা। আলবিসেলেস্তে অর্থাৎ আর্জেন্টিনার কাছে এই ম্যাচে প্রথম থেকেই চাপ দিয়ে গোল তুলে নেওয়া ছিল একমাত্র উদ্দেশ্য। কারণ নকআউট খেলা দুর্বল প্রতিপক্ষ যদি শক্তিশালী প্রতিপক্ষকে গোল করা থেকে বিরত রাখতে পারে এবং খেলা চলে যায় টাইব্রেকার, তখন কিছুই করার থাকে না।
দেশের জার্সিতে ১৬৯ ম্যাচ ছিল মেসির। আর্জেন্টিনার জার্সিতে ৯৪ তম গোল মেসির। যেভাবে ম্যাক আলিস্টারের পাস থেকে ছোট্ট জায়গা কাজে লাগিয়ে ফিনিশ করে গেলেন সেটা বোধহয় একমাত্র তার পক্ষেই সম্ভব। মেসি গোল করলেন বটে। কিন্তু প্রথম থেকেই আর্জেন্টিনা দলটা তেল খাওয়া মেশিনের মত খেলল।
GOAL 😍💙
Julian Alvarez double the lead 🇦🇷💪 pic.twitter.com/37C8Sn01qM
— Dilara Sarmin Mitu (@SarminMitu) December 3, 2022
নীচে নিকোলাস, আকুনা, মিডফিল্ড অঞ্চলে ডে পল, ফার্নান্ডেজ নেতৃত্ব দিলেন জায়গা জুড়ে। ওপরে আলভারেজ এবং পাপূ গোমেজ প্রচুর পরিশ্রম করলেন। মেসি ছিলেন অন্য দিনের মতোই রোমিং ফুটবলারের ভূমিকায়। মাঝখানে কড়া মার্কিং এড়াতে সরে যাচ্ছিলেন উইংয়ে। ৫৬ মিনিটে দ্বিতীয় গোল তুলে নিল আর্জেন্টিনা।
অস্ট্রেলিয়ার গোলরক্ষককে প্রেস করলেন ডে পল এবং আলভারেজ। গোলরক্ষক ভুল করে ফেলায় বল জালে ঠেলতে ভুল করেননি জুলিয়ান। পোল্যান্ড ম্যাচের পর আজ আবার গোল পেলেন তিনি। এরপর আরও ভয়ংকর হয়ে উঠল আর্জেন্টিনা। মেসি বেশ কয়েকবার একাই ড্রিবল করে বেরিয়ে গেলেন।
এই সময় মাঠে শুধুই ছিল আর্জেন্টিনা। অস্ট্রেলিয়া সাধ্যমত চেষ্টা করল, কিন্তু কোয়ালিটির পার্থক্য বারবার বোঝা যাচ্ছিল দুটো দলের।৭৬ মিনিটে একটি গোল শোধ করল অস্ট্রেলিয়া। গুডউইনের শট আর্জেন্টাইন ডিফেন্ডার এর গায়ে লেগে জালে জড়িয়ে যায়। তবে গোলটা দেওয়া হল আত্মঘাতী এনজো ফার্নান্ডেজকে। এরপরে মেসির দুর্দান্ত পাসে অবিশ্বাস্য মিস করেন লাওটার মার্টিনেজ। মেসির একটি দুর্দান্ত প্রচেষ্টা বাইরে চলে যায় অল্পের জন্য। অস্ট্রেলিয়া ও নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়েছে শেষ পর্যন্ত।
Argentina players celebrating the victory with the fans! 🎉 #ARG pic.twitter.com/A0dHQqlDeQ
— Fútbol (@El_Futbolesque) December 3, 2022
Posted ৩:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy