কক্সবাংলা ডটকম :: ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল এবারের বিশ্বকাপে যাবে হেক্সা মিশন নিয়ে। গত ২০ বছর ধরে যে সোনালী শিরোপা জয়ের জন্য প্রতিক্ষা সেটা এবার শেষ করার মিশনেই নামবে তারা।
এবারের কাতার বিশ্বকাপের আগে ব্রাজিলের সব প্লেয়াররা রয়েছে দারুণ ছন্দে। ডিফেন্স থেকে আক্রমন ভাগ সব জায়গাতেই পারফর্মারদের ছড়াছড়ি। এসব কিছুই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা তৈরি করেছে ব্রাজিলের।
বিশ্বকাপের আগে অন্যান্য কোচরা যখন নিজেদের স্কোয়াডের ২৬ জনকে মেলাতেই হিমশিম খাচ্ছে সেখানে ব্রাজিল কোচ আছে অন্যরকম সমস্যায়। কাকে রেখে কাকে নিয়ে যাবেন তিনি?
বিশ্বকাপের জন্য দল ঘোষণায় ব্রাজিল কোচ টিটে সবচেয়ে মধুর যে সমস্যায় পরতে যাচ্ছেন সেটা হচ্ছে আক্রমন ভাগ। নেইমার থেকে কুনহা, ভিনিসিয়াস থেকে মার্তিনেল্লি- ব্রাজিলের আক্রমন ভাগের প্রতিটা প্লেয়ার নিজ নিজ ক্লাবে দুর্দান্ত ছন্দে আছব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র ফিট থাকলে তার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত। তবে ব্রাজিল কোচ তাকে আর উইংয়ে ব্যবহার করবেন না বলেই জানিয়েছেন। তাকে ব্যবহার করবেন ফলস নাইন হিসেবে কিংবা নাম্বার টেন হিসেবে।
নেইমারকে উইং থেকে সরানো মানেই ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ের দায়িত্ব নিবেন। টিটে জানিয়েছিলেন যে, ভিনিসিয়াসের কাছে তার প্রত্যাশা অনেক। ২০১৪ সালে যে নেইমারকে তিনি দেখেছিলেন সেই নেইমারের ভূমিকা এবার ভিনিসিয়াস নিবে এমনটাই প্রত্যাশা। লেফট উইংয়ে ভিনিসিয়াসের ব্যাকআপ থাকবেন মার্তিনেল্লি সেটা অনেকটাই নিশ্চিত।
রাইট উইংয়ে রাফিনহা এবং অ্যান্থনি থাকছেন সেটাও নিশ্চিত। দুজনেই নিজ নিজ ক্লাবে অবিশ্বাস্য ফর্মে আছেন এবং জাতীয় দলেও তারা তাদের পরিপক্কতার ছাপ রেখেছেন। আগামী বিশ্বকাপে ব্রাজিলের রাইট উইং সামলাবেন তারা দুজন।
ব্রাজিলের একজন পিওর নাম্বার নাইন প্রয়োজন হবে বিশ্বকাপে যিনি শারীরিক ভাবে শক্তিশালী হবেন। আর এই পজিশনের জন্য টিটের পছন্দ রিচার্লিশনকে। যেহেতু টিটে নেইমারকে নাম্বার নাইন হিসেবেও ব্যবহার করার কথা ভাবছেন, তাই ক্ষেত্র বিশেষে রিচার্লিশনকে সাব হিসেবেও দেখা যতে পারে ম্যাচে।
দেখা যাচ্ছে, ইতিমধ্যে ভিনিসিয়াস, মার্তিনেল্লি, রাফিনহা, অ্যান্থনি, নেইমার এবং রিচার্লিশন- ইতিমধ্যে ৬জন আক্রমন ভাগের প্লেয়ার নেওয়া হয়ে গেছে। আরও বাকি আছে গ্যাব্রিয়েল জেসুস, ফিরমিনো, রোদ্রিগো, কুনহার মত চারজন দুর্দান্ত প্লেয়ার।
Posted ৮:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ আগস্ট ২০২২
coxbangla.com | Chanchal Chy