কক্সবাংলা ডটকম(১৫ অক্টোবর) :: বর্হিশত্রুর আক্রমন থেকে রক্ষা, বিশ্ব শক্তিতে কতৃত্বসহ প্রভৃতি কারণে একটি দেশের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়। কোন দেশের সামরিক শক্তি কতটা শক্তিশালী তা নিয়ে আছে নানা কল্পনা-জল্পনা। সৈন্য বাহিনীর আকার, যুদ্ধাস্ত্র, সামরিক ব্যয় প্রভৃতি বিবেচনা করে সামিরক বাহিনীর ক্ষমতা নির্ণয় করা হয়। ‘ক্রেডিট সুইসসে’ এর এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের শীর্ষ ২০ সামরিক বাহিনীর তালিকা। সেখান থেকে শীর্ষ ১০টি দেশের কথা জেনে নেয়া যাক।
১. যুক্তরাষ্ট্র
সামরিক বাহিনীতে বিশ্বের এক নাম্বারে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি সামরিক খাতে এতটাই ব্যয় করে যে তা শীর্ষ দশের বাকি ৯ দেশের মোট সামরিক ব্যয়ের সমান। সামরিক খাতে দেশটির বার্ষিক ব্যয় ৬০১ বিলিয়ন মার্কিন ডলার। দেশটিতে বর্তমানে ১৪০০০০০ সেনা কর্মরত আছে। বিশাল এ বাহিনীর বহরে রয়েছে ৮৮৪৮টি ট্যাংক, ১৩৮৯২টি উড়োজাহাজ, ৭২টি সাবমেরিন। এছাড়া পারমানবিক অস্ত্র তো আছেই।
২. রাশিয়া
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অপর পরাশক্তি রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনীতে ৭৬৬০৫৫ জন সেনা কর্মরত রয়েছে। দেশটির সামরিক বহরে রয়েছে ১৫৩৯৮টি ট্যাংক, ৩৪২৯টি উড়োজাহাজ, ৫৫টি সাবমেরিন। এ দেশটিও পারমানবিক অস্ত্রের ক্ষমতাধারী। দেশটির সামরিক ব্যয় দিন দিন বেড়েই যাচ্ছে। বর্তমানে তাদের বার্ষিক সামরিক ব্যয় ৮৪.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের তৃতীয় সামরিক ব্যয়।
৩. চীন
তৃতীয় স্থানে থাকলেও চীন সামরিক খাতে যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি খরচ করে। সামরিক খাতে দেশটির বার্ষিক ব্যয় ২১৬ বিলিয়ন মার্কিন ডলার। মানবশক্তির বিচারে চীন বিশ্বের সর্ববৃহৎ সামরিক শক্তির দেশ। দেশটির সামরিক বাহিনীতে ২৩৩৩০০০ জন সেনা রয়েছে। বৃহৎ আকারের এ বাহিনীতে ৯১৫০টি ট্যাংক, ২৮৬০টি উড়োজাহাজ এবং ৬৭টি সাবমেরিন রয়েছে। এ দেশটির হাতেও পারমানবিক অস্ত্র রয়েছে।
৪.জাপান
জাপানের সামরিক বাহিনীতে বর্তমানে ২৪৭১৭৩ জন সেনা কর্মরত আছে। সেনার আকারে ছোট হলেও অস্ত্র-সস্ত্র দেশটির সামরিক বাহিনীকে এগিয়ে রেখেছে। জাপানের সামরিক বাহিনীতে ৬৭৮টি ট্যাংক, ১৫১৩টি উড়োজাহাজ এবং ১৬টি সাবমেরিন রয়েছে। দেশটির বার্ষিক সামরিক ব্যয় ৪১.৬ বিলিয়ন মার্কিন ডলার।
৫. ভারত
১৩২৫০০০ জন সেনা নিয়ে ভারত আছে তালিকার পাঁচ নাম্বারে। দেশটির সামরিক বহরে রয়েছে ৬৪৬৪টি ট্যাংক, ১৯০৫টি উড়োজাহাজ এবং ১৫টি সাবমেরিন। পারমানবিক অস্ত্রধারী এ দেশের বার্ষিক সামরিক ব্যয় ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
৬. ফ্রান্স
২০২৭৬১ জন সেনা নিয়ে ফ্রান্সের সামিরক বাহিনী রয়েছে তালিকার ছয় নাম্বারে। মানবশক্তিতে কম হলেও ফরাসি সেনারা উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত, পেশাদার এবং শক্তি প্রদর্শনে সক্ষম। ফ্রান্সের সামিরক বাহিনীতে ৪২৩টি ট্যাংক, ১২৬৪টি উড়োজাহাজ এবং ১০টি সাবমেরিন রয়েছে। দেশটির বার্ষিক সামরিক ব্যয় ৬২.৩ বিলিয়ন মার্কিন ডলার।
৭. দক্ষিণ কোরিয়া
তালিকার সপ্তম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে ৬২৪৪৬৫ জন সেনা কর্মরত রয়েছে। দেশটির সামিরক বহরে ২৩৮১টি ট্যাংক, ১৪১২টি উড়োজাহাজ এবং ১৩টি সাবমেরিন রয়েছে। উত্তর কোরিয়ার আগ্রাসন ঠেকাতে দক্ষিণ কোরিয়া তার সামরিক ব্যয় বাড়িয়েই যাচ্ছে। বর্তমানে দেশটির বার্ষিক সামরিক ব্যয় ৬২.৩ বিলিয়ন মার্কিন ডলার।
৮. ইতালি
ইতালি রয়েছে এ তালিকার অষ্টম স্থানে। তাদের বাহিনীতে ৩২০০০০ সেনা রয়েছে। ৫৮৬টি ট্যাংক, ৭৬০টি উড়োজাহাজ এবং ৬টি সাবমেরিন রয়েছে তাদের সামরিক বহরে। তাদের বার্ষিক সামরিক ব্যয় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার।
৯. যুক্তরাজ্য
তালিকার নবম স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য। ১৪৬৯৮০ জন সেনা নিয়ে দেশটির সামরিক বাহিনী গঠিত। দেশটির সামরিক বহরে রয়েছে ৪০৭টি ট্যাংক, ৯৩৬টি উড়োজাহাজ এবং ১০টি সাবমেরিন। সামরিক খাতে দেশটি বার্ষিক ৬০.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকে।
১০. তুরস্ক
৪১০৫০০ জন সেনা নিয়ে তালিকার দশ নাম্বারে রয়েছে তুরস্ক। দেশটির সামরিক বাহিনীতে ৩৭৭৮টি ট্যাংক, ১০২০টি উড়োজাহাজ এবং ১৩টি সাবমেরিন রয়েছে। সামরিক খাতে দেশটি বার্ষিক ১৮.২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে।
উল্লেখ্য, তালিকার বাকি দশটি দেশ হল-পাকিস্থান, মিশর, তাইওয়ান, ইসরাঈল, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, ইন্দোনেশিয়া এবং কানাডা।
সূত্র: বিজনেস ইনসাইডার
Posted ২:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy