কক্সবাংলা ডটকম(১২ নভেম্বর) :: ব্রান্ডে আসক্তি! অনেকের মধ্যেই থাকে বিষয়টি৷ সেটা জামাকাপড় হোক কিংবা স্মার্টফোন৷ কেনার আগে সর্বাধিক গুরুত্ব পায় ব্রান্ড৷ আর, ক্লাসকেও তুলে ধরে এই ব্রান্ড৷ যত দামি ব্রান্ড, সমাজে তার গ্রহণযোগ্যতা তত বেশি৷ কিন্তু, ব্রান্ড মানে আরও একটি বিষয়, গুণমান৷ কোন পণ্যদ্রব্যের গুণমানই একটি ব্রান্ডকে তৈরি করে৷ তাই, জিনিস কেনার আগে গুণমান বিচার করার বিষয়টি খুবই স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত৷
আর, এভাবেই সামনে এল বিশ্বের সবথেকে নামীদামি পাঁচটি স্মার্টফোন ব্রান্ডের নাম৷ গত কয়েক মাসের (জুলাই-সেপ্টেম্বর, ২০১৮) বিক্রির পরিমানের উপর ভিত্তি করেই একটি রির্পোট সামনে এনেছে রিসার্চ কোম্পানি আইডিসি৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, চলতি বছরে মোট ৩৫৫.২ মিলিয়ন স্মার্টফোন বিক্রি হয়েছে৷ আর, তার উপর ভিত্তি করেই বানানো হয়েছে ব্রান্ডগুলির তালিকা৷
১) Samsung: সর্বাধিক স্মার্টফোন বিক্রি করেছে সংস্থা৷ যার মধ্যে দুটি ফোন বিশেষ উল্লেখযোগ্য, Galaxy Note 9, Galaxy A-series৷ মোট ৭২.২ মিলিয়ন হ্যান্ডসেট বিক্রি হয়েছে সংস্থাটির৷ মার্কেটে তুলনামূলকভাবে ভাল ফল করেছে Galaxy Note 9৷
২) Huawei: মার্কিনি সংস্থা Apple কে পিছনে ফেলে এগিয়ে গেল চিনা সংস্থা Huawei৷ Samsung এর ঠিক পরেই স্থান পেয়েছে সংস্থাটি৷ সংস্থাটি বিক্রি করেছে মোট ৫২ মিলিয়ন ডিভাইস৷ P series, Mate series ছিল গ্রাহকদের অন্যতম পছন্দের৷
৩) Apple: কিছুদিন আগেই মার্কেটে এসেছিল মার্কিনি সংস্থাটির তিনটি নয়া সেট, iPhone XS, iPhone XS Max, iPhone XR৷ তবে, এই তিনটি সেট সংস্থাকে বিশ্ববাণিজ্যে এগিয়ে রাখলেও ভারতীয় মার্কেটে সন্তোষজনক ফল করেছে Apple৷ লিস্টে Apple রয়েছে তিন নম্বরে৷ সংস্থা বিক্রি করেছে মোট ৪৬.৯ মিলিয়ন ফোন৷ যা গত বছরের তুলনায় ০.৫ শতাংশ বেশি৷
৪) Xiaomi: চতুর্থস্থানে রয়েছে চিনা সংস্থা Xiaomi৷ সর্বাধিক বিক্রিত ফোনগুলির মধ্যে Redmi 5A, Redmi 5 Plus, Redmi Note 5, Redmi 6, Redmi 6A, Redmi 6 Pro উল্লেখযোগ্য৷ ভারত, ইন্দোনেশিয়া, স্পেনে ভাল বাণিজ্য করেছে সংস্থাটি৷
৫) Oppo: তালিকাতে পঞ্চম স্থানে রয়েছে Oppo৷ সংস্থার টপ সেলিং ফোনগুলি হল- Find X, R17৷ চলতি বছরে জুলাই থেকে সেপ্টেম্বরে সংস্থা বিক্রি করেছে ২৯.৯ মিলিয়ন সেল ফোন৷ গত বছরের তুলনায় বিক্রি কমেছে চিনা সংস্থাটির৷
৬) অন্যান্য: আইডিসির তথ্য জানাচ্ছে, মার্কেটের বাকি ব্রান্ডগুলি মোট বিক্রি করেছে ১১৯.৯ মিলিয়ন সেট৷ গত বছরে বিক্রিত স্মার্টফোনের পরিমাণ ছিল এ বছরের থেকে যথেষ্ট বেশি, প্রায় ১৪৯.৮ মিলিয়ন৷
Posted ৯:০১ অপরাহ্ণ | সোমবার, ১২ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta