কক্সবাংলা ডটকম :: ৩৬টা লা লিগা, ২০টা কোপা দেল রে, ১৩টা সুপার কাপ, ১৫টা চ্যাম্পিয়ন্স লিগ, ২টা ইউরোপা লিগ, ৫টা ক্লাব বিশ্বকাপ। এটা রিয়াল মাদ্রিদের ট্রফি ক্যাবিনেট।
এখানেই শেষ নয়, এরসঙ্গে আরও অনেক ছোট ট্রফিও রয়েছে তাদের ঝুলিতে। চলতি মরশুমে তারা যেই ফর্মে রয়েছে, তাতে এই সংখ্যাটা আরও বাড়তে পারে।
ট্রফির সংখ্যা যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রিয়াল মাদ্রিদের অর্থ। এ বার আয়ের দিক থেকে বাকি ক্লাবগুলোকে টপকে শীর্ষে চলে গেল তারা।
সম্প্রতি কর্পোরেট সংস্থা ডেলয়েট তাদের মানি লিগের তালিকা প্রকাশ করে। প্রতি বছরই তারা এই কাজ করে থাকে।
এ বার তারা যেই তালিকা প্রকাশ করেছে সেটা দেখে অনেকের চোখ কপালে উঠেছে।
তালিকা অনুযায়ী, রিয়াল মাদ্রিদ গত এক বছরে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো আয় করেছে, বাংলাদেশী মুদ্রায় যা ৯ হাজার ৪৫০ কোটি টাকার আশপাশে।
এই আয়ের কারণ হিসেবে তাদের স্টেডিয়াম সংষ্কারকে দেখানো হয়েছে।
ডেলয়েট মানি লিগের তালিকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ। এর পর রয়েছে যথাক্রমে ম্যাঞ্চেস্টার সিটি, প্যারিস সাঁ জামাঁ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ।
তবে রিয়াল মাদ্রিদের থেকে ম্যাঞ্চেস্টার সিটির আয়ের পার্থক্য অনেক বেশি। এই তালিকায় গত বছরও এক ছিল।
অর্থাৎ, রিয়াল মাদ্রিদ শীর্ষে ও বাকি ক্লাবগুলো তাদের পরে। কিন্তু এ বার বেশি আলোচনা হওয়ার কারণ হচ্ছে আয় বৃদ্ধিটা।
বাকি ক্লাবের আয় বৃদ্ধিটা সাধারণ গতিতে হলেও রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে তা রকেট গতিতে হয়েছে।
রিয়াল মাদ্রিদ সম্প্রতি তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বের্নাবেউতে আমূল পরিবর্তন আনে। দর্শক সংখ্যা বাড়ানোর পাশাপাশি মাঠকে পুরো সরিয়ে দেওয়ার প্রযুক্তি আনা হয়েছে।
এটার জন্যই তাদের আয় দ্বিগুণ হয়েছে। ৮০ হাজার দর্শকসংখ্যা বিশিষ্ট এই স্টেডিয়ামকে কনসার্টের জন্যও ব্যবহার করে রিয়াল মাদ্রিদ।
ডেলয়েটের মানি লিগে ২০টি ক্লাবের মধ্যে ৯টি প্রিমিয়ার লিগের। এই তালিকা নেমে গিয়েছে বার্সেলোনা। তারা ষষ্ঠস্থানে নেমে গিয়েছে। এর অন্যতম কারণ বার্সা তাদের স্টেডিয়াম সংষ্কার করছে।
অলিম্পিক স্টেডিয়ামকে নিজেদের ঘরের মাঠ করায় তাদের আয়ও কমেছে।
এই মানি লিগে থাকা ২০টি ক্লাবের আয় বেড়েছে ম্যাচ ডে থেকে। অর্থাৎ, ক্লাবগুলো যেই খাত থেকে আয় করে সেখানে শীর্ষে রয়েছে ম্যাচের দিনগুলো থেকে আয়। এরসঙ্গে রয়েছে সম্প্রচার স্বত্ত্ব, মার্চেন্ডাইজ় বিক্রি।
Posted ১:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta