কক্সবাংলা ডটকম :: সিডনি টেস্টে আত্মসমর্পণ করল ভারত। ১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া ভারতের। অনেকের আশঙ্কা বুমরাহের অভাব বোধেই তরী ডুবেছে ভারতের।
আশঙ্কা মতোই রবিবার বল করতে পারেননি বুমরাহ। ফলে ১৬২ রানের লক্ষ্যে পৌঁছতে বড় বাধা পেরোতে হয় নি অস্ট্রেলিয়াকে।
সিডনিতে হারের ফলে ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার ট্রফি হাতছাড়া হল ভারতের। অধিনায়ক রোহিত শর্মা দলের স্বার্থে সরে দাঁড়ালেও ধোপেও টিকল না ভারত।
অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে সিরিজ হারল ভারতীয় দল। অন্যদিকে ২০১৪-১৫ মরসুমের পর প্রথম বার বর্ডার-গাওস্কর ট্রফি জিতল ক্যাঙ্গারু দল।
১০ বছর পর বর্ডার-গাভাস্কর সিরিজ হাতছাড়া হল ভারতের।
একসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকেও ছিটকে গেল ভারত।
প্রথম ইনিংসে ৪ রানের লিড পেলেও দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সিজনির উইকেটে ম্যাচ জেতার জন্য কম করে ২৫০ রানের দরকার ছিল।
তারপর সমস্যা হয়ে দাঁড়ায় জসপ্রীত বুমরাহের চোট। দ্বিতীয় দিনে লাঞ্চের পরই মাঠ ছেড়েছিলেন বুমরাহ।
তাঁর পিঠের স্ক্যান হয়েছে বলেও জানা গিয়েছে।তৃতীয় দিনে মাঠে ফিরবেন কিনা তা নিয়ে ছিল সন্দেহ। চোটের কারণে শেষ ইনিংসে আর বলা করা হয়নি সিডনি টেস্টে ভারত অধিনায়কের।
কিন্তু তৃতীয় দিনে ভারতের ইনিংসের তেমন কোন পরিবর্তন হয় নি। ১৫৭ রানেই অলআউট হয়ে যায় ভারত। ঋষভ পন্থ দ্বিতীয় দিনে ঝোড়ো ৬২ রানের ইনিংস না খেললেও এটুকু রানও হত না ভারতের।
প্রথম ইনিংসের লিড যোগ করে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ১৬২। তবুও মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার উপর আস্থা রেখেই লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু তবুও শেষ রক্ষা হল না।
Posted ১২:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta