কক্সবাংলা ডটকম :: মনে পড়ে সালটা ২০০৮। লভ স্টোরি ২০৫০ (Love Story 2050) ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল হারমন বাওয়েজার।
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল।
হৃতিক রোশনের মতো দেখতে হওয়ায় নজরও কেড়েছিলেন হারমন। তবে সফল হননি। প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কও টেকেনি।
এরপর কেটে গেছে অনেক বছর। অবশেষে ১৩ বছর পর বিয়ের পিড়িতে বসতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার সেই প্রেমিক হারমন বাওয়েজার।
গতবছর বাগদান সেরেছিলেন। এবছর সাত পাকে বাধা পড়তে চলেছেন হারমন বাওয়েজা ও সসা রামচন্দানি।
Posted ১:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
coxbangla.com | Chanchal Chy