বার্তা পরিবেশক :: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ শাজাহানের বিদেহী আত্মার শান্তি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে রয়েছে আজ সকালে ওয়াপদা মসজিদ সংলগ্ন মাদরাসা ও হেফজখানায় খতমে কোরান, বিশেষ মোনাজাত এবং এতিম দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, আছরের নামাজের পর বাহারছড়া জামে মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত।
এসব ধর্মীয় অনুষ্ঠানে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার স্বজন, বন্ধুবান্ধব, শুভার্থী, শুভাকাংখিসহ সকলকে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে মোহাম্মদ শাজাহানের পরিবারের পক্ষ থেকে বড় পুত্র মোহাম্মদ আবু সুফিয়ান রুমি।
Posted ১:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy