কক্সবাংলা ডটকম :: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ক্ষমতা দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট রোচ কাবোরেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে সরকার ও জাতীয় পরিষদ।
এছাড়া বন্ধ করেছে দেওয়া হয়েছে দেশটির সীমান্ত। রোচ কাবোরেকে কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি দেশটির সেনাবাহিনী।
সোমবার (২৪ জানুয়ারি) লেফটেন্যান্ট কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবা স্বাক্ষরিত ঘোষণাটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অন্য একজন কর্মকর্তা পড়েন।
তাতে বলা হয়েছে, সহিংসতা ছাড়াই ক্ষমতা দখল করা হয়েছে এবং আটককৃতরা নিরাপদ স্থানে আছেন।
এর আগে খবর আসে, দেশটির একাধিক সেনাশিবিরে প্রচণ্ড গোলাগুলির পর রবিবার একটি সেনা শিবিরে বিদ্রোহী সেনারা প্রেসিডেন্ট রোচ কাবোরেকে আটক করেছেন।
গোলাগুলির এসব ঘটনার পর সামরিক অভ্যুত্থান ঘটতে চলেছে বলে যে গুজব ছড়িয়ে পড়েছিল, তা অস্বীকার করে দেশটির সরকার।
তবে শেষমেশ এই সামরিক অভ্যুত্থানের খবর এলো।
সূত্র: আল জাজিরা।
Posted ২:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
coxbangla.com | Chanchal Chy