বিশেষ প্রতিবেদক(৩০ জানুয়ারী) :: প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহযোগিতায় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার অসুস্থ বৌদ্ধ ভিক্ষু ও গরীব অসহায় ১০ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের এটি এম জাফর আলম সম্মেলন কক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টুর সভাপতিত্বে জেলা প্রশাসক মো: কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে চেকগুলো বিতরন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন আগতদের স্বাগত জানিয়ে বলেন,বাংলাদেশে আমরা সকল সম্প্রদায় একসাথে বসবাস করি।সরকার সবসময় আপনাদের পাশে আছে।সরকারের তরফ থেকে জেলা প্রশাসন সবসময় আপনাদের প্রত্যক্ষভাবে সাথে থাকার চেষ্টা করি।যেখানে যে ধরনের দরকার আমরা সবসময় সে ধরনের সহায়তা নিয়ে আপনাদের সাথে থাকব।তিনি আরও বলেন,আমরা সবাই এদেশের নাগরিক।এ দেশটা আমাদের সবার।তাই আমরা ধর্ম,বর্ণ,জাতি মিলে সবাই বাঙালি।আমরা যদি যে যার অবস্থান থেকে কাজ করি তাহলে দেশ এগিয়ে যাবে।পাশাপাশি আমাদের রাস্ট্রের প্রতি যে দায়িত্ব আছে সেটি সঠিকভাবে পালন করব,আর রাস্ট্রও আমাদের পাশে থাকবে।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু বলেন,শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। শেখ হাসিনা সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করতে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অসুস্থ মানুষদের চিকিৎসা বাবদ যেভাবে অনুদান দেওয়া হচ্ছে অতীতে আওয়ামীলীগ ব্যতিত কোন সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ বৌদ্ধ সমিতি,কক্সবাজার জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া,আরকেকে চেয়ারম্যান বাবুল বড়ুয়া,আরকেকে মিশনারী প্রধান অলোক বড়ুয়া,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ,কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,প্রচার সম্পাদক চঞ্চল দাশগুপ্ত,ঐক্যশিলা বৌদ্ধ বিহারের খোকন বড়ুয়া, এডেভোকেট রতন বড়ুয়া,মংথেলা প্রমুখ।
Posted ৭:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy