কক্সবাংলা ডটকম(২৬ জুন) ::ভারতকে মিগ ৩৫-এর মতো আরও আধুনিক যুদ্ধবিমান নেওয়ার প্রস্তাব দিল রাশিয়া। ভারতীয় বায়ুসেনাকে আরও শক্তিশালী এবং যুদ্ধের উপযোগী করে তুলতে মস্কোর তরফে এই বিমান কেনার জন্যে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। যদি কেনা হয়, তাহলে বায়ুসেনার ক্ষমতা একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।
ভারতীয় বায়ুসেনাতে এখনও যুদ্ধবিমানের অভাব রয়েছে। হঠাত করে চিন-পাকিস্তান একযোগে যুদ্ধ ঘোষণা করে তা রুখে দেওয়া বায়ুসেনার কাছে যথেষ্ট চ্যালেঞ্জের হবে। যদিও এই সমস্যা মেটাতে ফ্রান্সের কাছ থেকে বেশ কয়েকটি রাফায়েল কিনতে চলেছে ভারত। তা দিয়ে কিছুটা সমস্যা মিটলেও পাকাপাকিভাবে শক্তিশালী হবে না বায়ুসেনা। তাই ভারত রাশিয়ার এই প্রস্তাব ভেবে দেখতে পারে বলে মনে করছেন সামরিকমহলের একাংশ।
উলেখ্য, ২০০৭ সালে ব্যাঙ্গালোর এয়ার শো-তে প্রথমবারের মতো মিগ ৩৫ যুদ্ধবিমান প্রদর্শন করে রাশিয়া। কিন্তু সেই সময়ে অনেক কিছুই ছিল না তাতে। ধাপে ধাপে যদিও এই সমস্ত যুদ্ধবিমানের সক্ষমতা আরও বাড়ানো হয়েছে। বসানো হয়েছে আধুনিক সমরাস্ত্র থেকে প্রযুক্তি নির্ভর রেডার। পাশাপাশি অ্যাটাক করা থেকে বোমা ফেলা সবেতেই এই যুদ্ধবিমান অন্য সমস্ত দেশের যুদ্ধবিমানকে পিছনে ফেলে দিতে পারে।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে রাশিয়া সফরে যান প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। সেই সময় রাশিয়ার আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা হয় অরুণ জেটলির। যদিও মন্ত্রকের তরফে এখনও বিষয়ে কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। তবে ভেবে দেখার আশ্বাস দেওয়া হয়েছে মস্কোকে।
দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশকে মিগ ৩৫ যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। হাসিনা-মোদি বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে ভারতের পক্ষ থেকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা আসে। ওই ঘোষণার পরই বাংলাদেশকে মিগ ৩৫ কেনার প্রস্তাব দেয় মস্কো।
Posted ২:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy