কক্সবাংলা ডটকম(১৯ অক্টোবর) :: আমেরিকার কাছ থেকে নয়া প্রযুক্তি আসতে চলেছে ভারতীয় নৌসেনার হাতে। যার সাহায্যে ভারি যুদ্ধবিমান সহজেই উড়তে পারে। এই প্রযুক্তিকে এয়ারক্রাফট কেরিয়ারের ছোট রানওয়ে থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্সের সাহায্যে সহজেই উড়বে বড় আকারের বিমান। এই বিশেষ প্রযুক্তির নাম ইলেক্ট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা EMALS. ট্রাম্প প্রশাসনের তরফে থেকে জানানো হয়েছে যে আগামিদিনে যুদ্ধবিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য এই প্রযুক্তি তারা ভারতকে দিতে চায়।
স্টিম ক্যাটাপুল্ট সিস্টেমের বদলে আসছে নয়া এই প্রযুক্তি। এটি মার্কিন নৌসেনা ইতোমধ্যেই ব্যবহার করে। এর খরচও অনেক কম। মার্কিন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসনের ভারত সফরের আগেই এমন একটি প্রস্তাব দিয়েছে আমেরিকা। যদিও এখনও পর্যন্ত সফরের দিন স্থির হয়নি। তবে মার্কিন প্রশাসন এই প্রযুক্তি ভারতকে দেওয়ার ব্যাপারে ইতোমধ্যেই জানিয়েছে।
অদূর ভবিষ্যতে ভারতের তৈরি সুপার কেরিয়ারে জায়গা করে নেবে এই প্রযুক্তি। যে কোনও ওজনের যুদ্ধবিমান লঞ্চ করতে পারে এটি। অন্যদিকে ‘জেনারেল অ্যাটমিকস’ দিল্লিতে একটি অফিস খুলছে যা ভারতীয় সেনার চাহিদা পূরণ করতে পারবে।
অন্যদিকে, সন্ত্রাসবাদ নিয়ে কড়া কথা শোনানোর পর এবার আমেরিকা পাকিস্তানের ওপর নজর রাখতে ভারতের সাহায্য চাইল বলে জানা গিয়েছে৷ রাষ্ট্রসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হেলি জানান, সন্ত্রাসবাদকে পাকিস্তানের সমর্থন করার বিষয়টিতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আর পাকিস্তানের ওপর নজর রাখতে তাই প্রয়োজন ভারতের সাহায্য৷
সূত্র অনুযায়ী, আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য আমেরিকার নয়া রণনীতির কথা বলতে গিয়ে নিক্কি হেলি জানান, এই ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে আমেরিকার৷ তিনি আরও জানান, আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থলকে নির্মূল করাল লক্ষ্যেই এগোচ্ছে দেশ৷ শুধু তাই নয় সন্ত্রাসবাদীদের হাতে যাতে পরমাণু অস্ত্র না গিয়ে পৌঁছয় সেই চেষ্টাও করবে আমেরিকা৷
ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিল, এখনই অন্তত ছয় স্কোয়াড্রন রাফায়েল জেট চাই সেনার। যার অর্থ, ১০৮টি রাফায়েল জেট চাই ভারতের। যার মধ্যে এ বছরের শেষেই বায়ুসেনায় যোগ হচ্ছে ৩৬টি ফ্রেঞ্চ ফাইটার জেট রাফায়েল।
কিন্তু দুই স্কোয়াড্রন ( এক একটি স্কোয়াড্রনে ১৮টি করে বিমান থাকে) রাফায়েল যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। তাঁর বক্তব্য, ভারতীয় বায়ুসেনার এখনই আরও ছয় স্কোয়াড্রন মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট দরকার।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ভারতীয় বায়ুসেনা চায় সেনাবহরে স্কোয়াড্রন মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট যুক্ত হোক। আমাদের লক্ষ্যমাত্রা অন্তত ছয় স্কোয়াড্রন রাফায়েল জেট। এখন দেখা যাক, আমরা অন্যান্য দিকও খোলা রেখেছি।