কক্সবাংলা ডটকম :: ভারতের মহাকাশ গবেষণায় আরও এক যুগান্তকারী পদক্ষেপ। আমেরিকার মাটি থেকে ভারতীয় গবেষণা সংস্থা ইসরো (ISRO)- র আধুনিক GSAT-20 কৃত্রিম স্যাটেলাইট সফল উৎক্ষেপণ।
ইলন মাস্কের সংস্থা SpaceX সোমবার মধ্যরাতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে Falcon9 এর সাহায্যে মহাকাশে সফল ভাবে উৎক্ষেপণ করেছে ওই স্যাটেলাইট।
এটি একটি কমিউনিকেশন স্যাটেলাইট (GSAT 20 Satellite) । যা ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক এবং মজবুত করবে বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইটটি পৌঁছতে মাত্র ৩৪ মিনিট সময় লেগেছে।
GSAT 20 Satellite: জন ৪ হাজার ৭০০ কেজি
যে স্যাটেলাইটটি (Satellite) ভারত পাঠিয়েছে সেটির ওজন ৪ হাজার ৭০০ কেজি। এই স্যাটেলাইট (GSAT 20 Satellite) এতটাই ভারী যে ভারতীয় স্যাটেলাইট ভেইক্যালের পক্ষে এটিকে মহাকাশে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছিল একাধিক চ্যালেঞ্জ।
ইতিমধ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একধিক বিদেশি স্যাটেলাইট লঞ্চ করেছে। কিন্তু এক্ষেত্রে ইলন মাস্কের সংস্থা SpaceX এর সন্মগে চুক্তি হয়।
ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড পুরো প্রক্রিয়ার উপর নজর রাখছিল। সংস্থার চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ জানিয়েছেন, স্যাটেলাইটের (GSAT 20 Satellite) সফল ভাবে উৎক্ষেপণ হয়েছে। নির্দিষ্ট কক্ষপথ ধরে সেট এগোতে শুরু করেছে বলেও জানানো হয়েছে। যা যুগান্তকারী বলছেন রাধাকৃষ্ণন। এমনকি ইসরো এবং ‘SpaceX’-এর যৌথ উদ্যোগে এটিই প্রথম উৎক্ষেপণ বলে জানানো হয়েছে।
GSAT 20 Satellite: নজর রাখা হচ্ছিল ইসরোর তরফেও
অন্যদিকে ইসরোর (ISRO) তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছিল। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, স্যাটেলাইটটি মহাকাশে ১৪ বছর ধরে কাজ করবে। এর সুফল পেতে সবরকম পরিকাঠামো তৈরি বলেও জানিয়েছেন এস সোমনাথ।
GSAT 20 Satellite: ইন্টারনেট ব্যবস্থায় বিপ্লব ঘটবে
GSAT-20 কৃত্রিম স্যাটেলাইটটি ভারতের কমিউনিকশন সিস্টেমে আমূল বদল আনতে সাহায্য করবে। পাশাপাশি গ্রামাঞ্চলে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও যুগান্তকারী ভূমিকা নেবে এটি। শুধু তাই নয়, মাঝ আকাশে বিমানযাত্রীদের ইন্টারনেটের (flight Wi-Fi, broadband services) সুবিধা এই স্যাটেলাইট দিতে পারবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু পরিষেবা GSAT 20 Satellite থেকে পাওয়া যাবে। যা ভারতের উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta