কক্সবাংলা ডটকম(২৯ জানুয়ারী) :: ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা। তিনি পররাষ্ট্র সচিব বিজয় কেশভ গোখলের স্থলাভিষিক্ত হয়েছেন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
ভারতের বার্তা সংস্থা পিটিআইর বরাত দিয়ে এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে। গত ২৩ ডিসেম্বর ভারত সরকার তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়।
খবরে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৮৪ ব্যাচের কূটনীতিক শ্রিংলা। যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
পশ্চিমবঙ্গের দার্জিলিং এলাকার নাগরিক শ্রিংলা নয়াদিল্লিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও গত সাড়ে তিন দশকের কূটনৈতিক পেশায় প্যারিস, হ্যানয়, তেল আবিব মিশন এবং জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, শ্রিংলা তিন জন সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে পররাষ্ট্র সচিব হয়েছেন।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানটি সফলভাবে করতে বড়ো ভূমিকা রেখেছিলেন তিনি। পররাষ্ট্র সচিব হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর অবসরে যেতে শ্রিংলার কয়েক মাস সময় বাকি থাকবে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারত যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিভিন্ন দেশ ও সংস্থার সমালোচনার মুখে তখনই দায়িত্ব নিলেন হর্ষবর্ধন শ্রিংলা।
দায়িত্ব নেওয়ার প্রাক্কালে শ্রিংলা সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রনীতির কাজ অন্যান্য সরকারি চাকরির মতো। সবসময় বাইরের দেশের সঙ্গে যুক্ত হয়ে দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি জন্য কাজ করা। আমি সরকারের নির্দেশনা এবং সহকর্মীদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
Posted ২:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy