কক্সবাংলা ডটকম(১৮ জানুয়ারী) :: ভারতের রাষ্ট্রায়ত্ব হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টারটি (এলসিএইচ) যে কোন চলমান টার্গেটকে আঘাত হানতে সক্ষম এয়ার টু এয়ার মিসাইল ছোঁড়ার মাধ্যমে মাধ্যমে নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে।
এইচএএলের সিএমপি আর মাধবন বলেছেন, “এই প্রথম দেশের কোন হেলিকপ্টার এয়ার-টু-এয়ার মিসাইল ব্যবহারের সক্ষমতা অর্জন করলো। দেশের সামরিক বাহিনীর ব্যবহার করা আর কোন হেলিকপ্টারের এই সক্ষমতা নেই”।
এর মাধ্যমে এলসিএইচ সফলভাবে সব ধরনের অস্ত্র ব্যবহারের পরীক্ষা পার করলো এবং এখন এগুলো ব্যবহারের জন্য প্রস্তুত। সূত্র ফিনান্সিয়াল এক্সপ্রেস অনলাইনকে নিশ্চিত করেছে যে, হেলিকপ্টার থেকে যে মিসাইল ছোড়া হয়েছে সেটা ছিল ফরাসি কোম্পানি এমবিডিএ’র তৈরি করা মিস্ত্রাল-২ এটিএএম।
এলসিএইচে ব্যবহৃত অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে ২০ মিমি টারেট গান এবং ৭০ মিমি রকেট। এগুলোর পরীক্ষামূলক ব্যবহার গত বছরেই শেষ হয়েছে।
সূত্র আরও নিশ্চিত করেছে যে, এইচএএল ভারতীয় বিমান বাহিনীর ৬৫টি এলসিএইচ কেনার প্রস্তাব এবং সেনাবাহিনীর ৯৭টি এই কপ্টার কেনার প্রস্তাবে সাড়া দিয়েছে। “এরই মধ্যে টেকনিক্যাল মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে”।
এইচএএল কিভাবে এই অর্ডার পূরণ করবে, এমন প্রশ্নের জবাবে সূত্র জানায়, “রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে বিনিয়োগ করেছে এবং উৎপাদন সংশ্লিষ্ট কর্মকাণ্ড চলছে”।
এইচএএলের ভাষ্যমতে, এলসিএইচ পৃথিবীর একমাত্র হেলিকপ্টার যেটা সিয়াচেন গ্লেসিয়ারের মতো উচ্চতায় কাজ করতে পারে। ভারতীয় সশস্ত্র বাহিনীর চাহিদার প্রেক্ষিতে এই হেলিকপ্টারের ডিজাইন করেছে এইচএএলের রোটারি উইং রিসার্চ অ্যান্ড ডিজাইন সেন্টার (আরডাব্লিউআরডিসি)। এই শ্রেণীর অন্যান্য কপ্টারের তুলনায় এলসিএইচের সক্ষমতা অনেক বেশি।
হেলিকপ্টারটিতে হেলমেট মাউন্টেড সাইট এবং ইনফ্রারেড সাইটিং সিস্টেম রয়েছে। ফলে এলসিএইচের পাইলট ভূমি বা আকাশে অবস্থানরত যে কোন টার্গেটকে চিহ্নিত করে সেটাকে ধ্বংস করতে পারবে।
এই সিস্টেমের কারণে পাইলট এখন হেলিকপ্টারকে না ঘুরিয়েও যে কোন টার্গেটে আঘাত হানতে পারবে। এতে স্থাপিত বন্দুক ও মিসাইল সিস্টেম ড্রোন এবং হালকা বিমানসহ সব ধরনের হুমকির বিরুদ্ধে কার্যকর। বিচ্ছিন্ন জায়গা থেকে পরিচালনায় সক্ষম এবং অতি নিচু জায়গা দিয়ে উড়তে সক্ষম এই এলসিএইচ এখন সব ধরনের বিমান হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারবে।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy