কক্সবাংলা ডটকম :: ভারতের কাকিনাদা বন্দর থেকে যাত্রা করা চালের জাহাজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বন্দরে আসা এটাই প্রথম চালের জাহাজ।
২৪ হাজার ৬৯০ টন খাদ্যপণ্য নিয়ে আসা জাহাজ ‘এমভি তানিশ ড্রিম’ থেকে নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ায় খালাস করা হবে।
জেলা খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানিশ ড্রিম জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে।
এটি অন্তর্বর্তী সরকারের আমলে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।
আমদানিকৃত চাল পরীক্ষার প্রয়োজনীয় কার্যক্রম শেষে খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
৫০ হাজার টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় ৪ লাখ ৯৩ হাজার ৮০০ বস্তায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চালের এ চালানটি আসার পর চুক্তির বাকি চাল জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রামে এসে পৌঁছাবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।
Posted ৭:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta