কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে চলমান ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে বসবাসকারী লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশ সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে ।
এরই ধারাবাহিকতায় সোমবার রাত ১১ টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কক্সবাজার পৌরসভা এলাকায় বৈদ্যঘোনা, লাইটহাউজ পাড়াসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।
সম্মিলিত অভিযানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ,পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) । পাশাপাশি অভিযানে অংশ নেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তা বৃন্দ, পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা, ফায়ার সার্ভিস, আনসার বিভাগের সদস্য এবং অন্যান্য বিভিন্ন সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা।
এসময় পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং মাইকিং করে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নিদের্শনা দেন জেলা প্রশাসক।
জানা যায়,কক্সবাজার জেলায় গত কয়েকদিন ক্রমাগত বৃষ্টিপাতে পাহাড় ধ্বসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারী লোকজনকে নির্ধারিত আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নিয়মিত মাইকিং করা হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যে এ অভিযান পরিচালিত হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।
Posted ২:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২
coxbangla.com | Chanchal Chy