কক্সবাংলা ডটকম :: চন্দ্রবিন্দু সেই কবেই লিখেছিল, “যা রে যা মঙ্গলে যা”। কারণ মঙ্গল গ্রহে “মানুষ থাকে না, বিড়াল থাকে না, সিন্ধুঘোটকও থাকে না।”
তা মঙ্গলগ্রহে কাকে যাওয়ার কথা বলেছিল চন্দ্রবিন্দু? ইলন মাস্ককে?
মঙ্গল গ্রহে মাস্কের ইন্টারনেট চালুর উদ্যোগ নেওয়ার খবর সামনে আসার পর থেকে এই প্রশ্নই উঠছে আম বাঙালির মনে।
বেড়াতে গিয়ে হোটেলে সবার আগে বাথরুম দেখা অনেকের স্বভাব। খাট না থাক অসুবিধা নেই, বাথরুমটা পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া চাই, মনোভাবটা এমনই।
ইদানীং বাথরুমের সঙ্গে ওয়াইফাই কানেকশনও দেখা হচ্ছে। ইন্টারনেট না থাকলে চলবে কী করে!
মঙ্গলগ্রহে মানববসতি স্থাপনের লক্ষ্য নিয়েছেন উচ্চাকাঙ্খী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা। সেখানে ইন্টারনেট কানেকশন না হলে চলে?
মঙ্গল গ্রহে ইন্টারনেট কানেকশন দেওয়ার গুরুদায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক।
স্টারলিঙ্ক যেমন আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশে ইন্টারনেট পরিষেবা দেয়, মঙ্গলগ্রহে তেমনই পরিকাঠামো তৈরি করতে চান ইলন মাস্ক এবং তাঁর কোম্পানি স্পেসএক্স। ইতিমধ্যেই নাসা-কে প্রস্তাব দিয়েছেন তিনি। এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘মার্সলিঙ্ক’।
সম্প্রতি নাসা-এর ‘মার্স এক্সপ্লোরেশন প্রোগ্রাম অ্যানালাইসিস গ্রুপ’-এর মিটিংয়ে এই সম্পর্কে খুঁটিনাটি পেশ করা হয়।
সেখানে ইলন মাস্কের কোম্পানি জানিয়েছে, স্পেসএক্স মঙ্গলের কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে ডেটা বিনিময়ের জন্য সিস্টেম তৈরি করবে।
Posted ১১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta