কক্সবাংলা ডটকম :: ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি সম্র্লতি একটি ডিভাইস তৈরি করে। সেই ডিভাইসের নাম মক্সি।
মার্স অক্সিজেন ইন-সিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট বা মক্সি নামে একটি মাইক্রোওয়েভ-ওভেন-আকারের ডিভাইস পারসিভারেন্স রোভারে অক্সিজেন তৈরি করতে সফল হয়েছে।
নাসা টুইট করে জানিয়েছে, “প্রযুক্তিগত ডেমো সফলভাবে মার্টিন CO2-কে অক্সিজেনে রূপান্তরিত করার পরীক্ষা করেছে।
এই সফল মিশল মঙ্গলে ভবিষ্যতের মানব মিশনের পথ প্রশস্ত করতে সাহায্য করতে পারে।”
মক্সি ২০২১ সালে মঙ্গলে অবতরণ করে। তারপর থেকে পারসিভারেন্স রোভারে অক্সিজেন তৈরি করার পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
মক্সি মোট ১২২ গ্রাম অক্সিজেন তৈরি করে মঙ্গলের মাটিতে প্রত্যাশার পারদ চড়িয়ে দিয়েছে। নাসার মূল লক্ষ্যের দ্বিগুণ উৎপাদিত অক্সিজেন নিয়ে এখন স্বপ্ন দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
মক্সির এই মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল থেকে অক্সিজেন আহরণের চিত্তাকর্ষক কর্মক্ষমতা ভবিষ্যতের মহাকাশ মিশনকে সফল করবে।
চাঁদের পর মঙ্গলে মানব অভিযানের পরিকল্পনা রয়েছে নাসার।
সেই অভিযানে মহাকাশচারীদের জন্য শ্বাস-প্রশ্বাসের বায়ু বা রকেট প্রপেলান্ট সরবরাহ করার জন্য একটি সম্ভাব্য সম্পদ আহরণ করা যেতে পারে মক্সি মিশন সফল হওয়ায়।
এই উন্নয়নশীল প্রযুক্তি আমাদের চাঁদ এবং মঙ্গল গ্রহে ভবিষ্যত অভিযানকে সহজ করে দেবে।
মঙ্গল গ্রহে প্রাথমিক মানব অনুসন্ধান অভিযানকে সাফল্যের দিকে নিয়ে যেতে পরে মক্সি মিশন।
মক্সি মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের প্রতিটি অণু থেকে একটি অক্সিজেন পরমাণু আলাদা করার জন্য একটি ইলেক্ট্রোকেমিক্যাল প্রক্রিয়া ব্যবহার করে সফল হয়েছে।
তারপরে উৎপাদিত অক্সিজেনের বিশুদ্ধতা এবং পরিমাণ পরীক্ষা করার জন্য গ্যাসগুলি বিশ্লেষণ করা হয়।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, মক্সি লাল গ্রহের ভবিষ্যৎ মানব অনুসন্ধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নয়া প্রযুক্তিটি মহাকাশচারীদের গ্রহের পৃষ্ঠে পাওয়া সামগ্রী ব্যবহার করে বাঁচতে সক্ষম করবে।
ইন-সিটু রিসোর্স ইউটিলাইজেশন নামে পরিচিত এই ধারণাটি গবেষণার একটি ক্রমবর্ধমান ক্ষেত্র হয়ে উঠেছে।
এখন, পরবর্তী পদক্ষেপটি হল একটি পূর্ণ-স্কেল সিস্টেম তৈরি করা, যাতে মক্সির মতো একটি অক্সিজেন জেনারেটর এবং সেই অক্সিজেনকে তরল ও সঞ্চয় করার একটি উপায় বের করা যায়।
নাসার এই ধরনের পরিকল্পনা ভবিষ্যতের মিশনকে সফল করবে এবং মহাকাশ সম্পদ আহরণে সহায়তা করবে।
Posted ১২:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy