কক্সবাংলা ডটকম :: জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর বছরের দুটি গ্রহণ হয়। বিশেষ গুরুত্ব রয়েছে শনির গ্রহের।
এবছর অদৃশ্য হচ্ছে শনির বলয়। পৃথিবী থেকে আর দেখা যাবে না শনি গ্রহের বলয়কে? এই মহাজাগতিক ঘটনার সাক্ষী আপনারাও থাকবেন এই ২০২৫ সালের মার্চেই।
এই বলয়গুলি আপাতদৃষ্টিতে অদৃশ্য হয়ে যাবে। চলতি বছর বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ ঘটবে। দ্বিতীয়টি ৮ সেপ্টেম্বর ঘটবে।
জ্যোতিষীদের মতে, চলতি বছরের মার্চ মাস থেকে শনির বলয় আর দেখা যাবে না, এমন দাবি করেছেন বিজ্ঞানীরাও। তবে কি মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে শনির বলয়গুলি।
না মহাকাশে মিলিয়ে যাচ্ছে না এই বলয়গুলি। বলা হচ্ছে যদি টেলিস্কোপও বসানো হয়, তাহলে তাতে কিন্তু বলয় দেখা যায় যাবে না। তবে আবার ফিরে আসবে সেই বলয়গুলি।
২০২৫ সালের ১৪ মার্চ হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। যা কিন্তু ভারত থেকে একদমই দেখা যাবে না, তাই তা ভারত থেকে বৈধ হবে না। পূর্ণ চন্দ্রগ্রহণ হবে ৮ সেপ্টেম্বর রাত ৮ টা ৫৮ মিনিট থেকে, যা ২ টো ২৫ মিনিটে শেষ হচ্ছে। তখন চাঁদকে দেখতে হবে লাল রঙের মতো। যার দৃশ্য কিন্তু অসাধারণ।
তবে এই সময়ে আকাশে চোখ রাখতেই হবে আপনাকে। এই গ্রহণ হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, আটলান্টিক মহাসাগর থেকে দেখা যাবে।
কর্মদাতা গ্রহ নিজের অক্ষের উপর ২৬.৭ ডিগ্রি কোণে হেলে রয়েছে । প্রতি ২৯.৫ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে সে। শনিকে ঘিরে থাকা বলয়গুলি অত্যন্ত হালকা হয়ে যাবে। মার্চ মাসে শনির ওই অবস্থানের জেরে বলয়গুলির অবস্থান হবে পৃথিবীবাসীর সমান্তরাল।
তাই শনিকে আর বলয়গুলি ঘিরে থাকবে না। ততাই আর দেখা যাবে না। কক্ষপথে হেলে থাকার দরুণ ২০২৫ সালের নভেম্বর মাসে ফের সাময়িকভাবে তা আর দেখা যাবে না। ২০০৯ সালেও এমন ঘটনার সাক্ষী ছিল বিশ্ববাসী।
সে সময় সূর্যের চারপাশে শনি ঘুরতে থাকবে। ২৯ বছর পর এমন ঘটনা ঘটতে চলেছে। মে, ডিসেম্বর মাসে কিন্তু উল্কা বৃষ্টি হবে। প্রতিবছর মহাকাশে উল্কাবৃষ্টি হয়ে থাকে। এর মধ্যে একটি হল কোয়াড্র্যানটিড উল্কাবৃষ্টি। Aquariids এবং Geminids হবে।
২০২৫ সালের ৭ মে বুধবার চাঁদকে অতটা উজ্জ্বল দেখা যাবে না। ভোরের আকাশ উজ্জ্বল থাকলেও উত্তর পূর্ব দিক এবং উত্তর দিকে বেশি উজ্জ্বল থাকবে। আকাশ যত অন্ধকারে ঢাকবে তত ভালো আপনারা এটি বুঝতে পারবেন। এই সময়ে রাস্তার আলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন।
জানুয়ারি, এপ্রিল অগাস্ট মাসে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি একই রেখা বরাবর থাকবে। এই পাঁচটি গ্রহকে খালি চোখে সকলেই দেখতে পাওয়া যাবে। অপরের কাছাকাছি চলে আসবে । জানুয়ারি মাসের ১৮ ও ১৯ তারিখ শুক্র গ্রহ শনির আরও কাছাকাছি চলে আসবে।
এপ্রিল মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে সূর্যোদয়ের সময় বুধ শুক্র ও শনি ধীরে ধীরে একে অপরের কাছে আসবে। জুন ও অগাস্ট মাসে শনি কিন্তু খুব শক্তিশালী অবস্থায় থাকবে।
Posted ১২:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta