কক্সবাংলা ডটকম(১৭ জুন) :: মহাকাশে মানুষ পাঠাতে তৈরি ভারত। একের পর এক রেকর্ড গড়ে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবার মানুষ পাঠাতেই একেবারে তৈরি এই সংস্থা। সম্প্রতি পরীক্ষা করা হয়েছে GSLV-Mk III. সেটিকেই আরও উন্নত করার চেষ্টা করছে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা।
পরীক্ষা করা এই GSLV-Mk III-ই বর্তমানে সবথেকে শক্তিশালী রকেট। এটি অনেক বেশি ওজন নিয়ে মহাকাশে যেতে পারবে। এই পরীক্ষায় ব্যাপক সাফল্য পেয়েছে ইসরো। সম্প্রতি, ইসরোর প্রাক্তন চিফ কে কস্তুরীরঙ্গন জানিয়েছেন, ওই রকেটের শক্তি আরও বাড়িয়েছে ইসরো।
মহাকাশ গবেষণায় নয়া মাইলস্টোন সৃষ্টি করেছে ভারতের এই রকেট। ইসরো শ্রীহরিকোটা থেকে ওড়ানো হয় GSLV Mk III৷ বর্তমান সময়ে যা অন্যতম শক্তিশালী একটি রকেট৷ দশ টন ওজনের উপগ্রহ কক্ষপথে স্থাপনের সামর্থ্য হয়েছে এই রকেট৷
Posted ১০:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta