কক্সবাংলা রিপোর্ট :: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাঙালি জাতি।
বিশ্বের মানচিত্রে অভ্যুদ্বয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাঙালি জাতির সূর্য্য সন্তান, বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে স্মরণ করে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, তারপর কক্সবাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পুস্পস্থবক অর্পন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন। এছাড়াও জেলা পুলিশ ও কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।
Posted ২:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy