কক্সবাংলা ডটকম :: মহাবিশ্বের মহাবিস্ময় কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোলকে নিয়ে কৌতুহলের শেষ নেই। এবার ব্ল্যাক হোল ও তারার গঠন সম্পর্কে তথ্যের ব্যাপারে তাৎপর্যপূর্ণ ঘটনা সামনে এল। জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবার ব্ল্যাকহোলের প্রান্তের কাছাকাছি চৌম্বকীয় ক্ষেত্রের আবিষ্কার করেছে। এটিকে মহাজাগতিক ব্ল্যাকহোলের একটি বিরল দৃশ্য হিসাবে চিহ্নিত করেছেন।
ইভেন্ট হরিজন টেলিস্কোপ (Event Horizon Telescope)-এর সহযোগিতায় প্রকাশিত চিত্রগুলি থেকে জানা গিয়েছে ব্ল্যাকহোল কীভাবে, প্রায় 55 মিলিয়ন আলোকবর্ষ দূরে গ্যালাক্সি এম 87 এর কেন্দ্রে পোলারাইজড আলোতে উপস্থিত হয়।
ইভেন্ট হরিজন টেলিস্কোপ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে ৩০০ এর অধিক গবেষক এখনও বুঝতে পারেন নি যে চৌম্বকীয় ক্ষেত্রগুলি কীভাবে পদার্থগুলিকে প্রভাবিত করে এবং ব্ল্যাকহোলের ক্রিয়াকলাপকে প্রভাবিত করে।তারা কি ব্ল্যাক হোলের পদার্থগুলোর উপর সরাসরি প্রভাব ফেলে ?তারা কি গ্যালাক্সির মূল অংশে ছাড়িয়ে থাকা রহস্যময় উপাদানগুলোর ব্যাখ্যা করতে পারে? তা নিয়ে চলছে গবেষণা।
দ্য অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটারসে প্রকাশিত দুটি গবেষণায়, ইএইচটি জ্যোতির্বিজ্ঞানীরা তাদের সর্বশেষ অনুসন্ধানগুলির রিপোর্ট প্রকাশ করেছেন এবং কীভাবে চৌম্বকীয় ক্ষেত্রগুলি এম 87 এর কেন্দ্রে ব্ল্যাকহোলকে প্রভাবিত করছে তা ব্যাখ্যা করেছে।
অ্যাস্ট্রো ফিজিক্সের সেন্টারের সহ-লেখক এবং গবেষক অ্যাঞ্জেলো রিকার্ত বলেছেন, ইভেন্ট হরিজন টেলিস্কোপ-এর বিজ্ঞানীরা ব্ল্যাকহোলের চারপাশে বিভিন্ন চৌম্বকীয় ক্ষেত্রের সন্ধান পেয়েছে।পোলারাইজেশন হ’ল প্রকৃতি প্রদত্ত চৌম্বকীয় ক্ষেত্রে মধ্যে অন্যতম। EHT-এর বিজ্ঞানীরা এক দশক ধরে M87 এর কেন্দ্রে বৃহত্তর উপাদান নিয়ে অধ্যয়ন করছে।
২০১২ সালের এপ্রিলে, বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করে ব্ল্যাকহোলের প্রথম চিত্রটি প্রকাশিত করে। সেই থেকে বিজ্ঞানীরা আরও গভীরভাবে আবিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্ল্যাক হোলের চারপাশে আলোর আভা আসলে কি তা আবিষ্কার করেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, আলো এখানে পোলারাইজড হয়ে যায় যখন এটি নির্দিষ্ট ফিল্টারগুলির মধ্য দিয়ে যায়। অনেকটা পোলারাইজড সানগ্লাসের লেন্সগুলির মতো।
জ্যোতির্বিজ্ঞানীরা সেখান থেকে উত্থিত আলোকে মেরুকৃত করে তা থেকে কৃষ্ণগহ্বরের দৃষ্টিভঙ্গি আবিষ্কার করতে পেরেছে। বিশেষত, মেরুকরণের ফলে জ্যোতির্বিদরা ব্ল্যাকহোলের অভ্যন্তরীণ প্রান্তের চারপাশে উপস্থিত চৌম্বকীয় ক্ষেত্রের রেখাগুলি চিহ্নিত করতে পেরেছে।
Posted ১:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১
coxbangla.com | Chanchal Chy