এম রমজান আলী,মহেশখালী(২৮ আগষ্ট) :: মহেশখালীতে ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহঃ) ও আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর চেয়ারম্যান শাইখুল হাদিস শেরে মিল্লাত ওবায়দুল হক নঈমী (রহঃ) এবং শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী এর ষষ্ঠ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ২৭ আগষ্ট বিকালে মহেশখালী পৌরসভার পুটিবিলাস্থ খানেকায়ে এ স্মরণ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছোট মহেশখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোস্তাক আহমদ কাদেরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলা শাখার সভাপতি খাজা মুহাম্মাদ বাকিবিল্লাহ।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহেশখালী উপজেলা শাখার সহ-সভাপতি ও স্মরণ সভা এবং মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাবিবুল্লাহ বুখারী’র সভাপতিত্বে এবং ছাত্রনেতা শওকত রেজা কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা ইমরানুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এরশাদুল করিম, বাংলাদেশ ইসলামী যুবসেনা মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ই.এম জুবাইর উদ্দিন, মাওলানা সিরাজুল মোস্তফা এবং ছাত্রসেনা মহেশখালী উপজেলা দক্ষিন শাখার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ।
এতে বক্তারা বলেন, শহীদ আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র হত্যার ৬ বছর পার হয়ে গেলেও এখনো তার বিচার পায়নি সুন্নি জামাত।
মানববন্ধন থেকে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানিয়েছেন বলেন, যেমনি ভাবে একাত্তরের রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে তেমনি ভাবে সুন্নি জামাতের কন্ঠস্বর ফারুক হত্যার বিচার করা হউক। পরিশেষ বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে দোয়া মোনাজাত করা হয়।
Posted ৩:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
coxbangla.com | Chanchal Chy