এম রমজান আলী,মহেশখালী(১ জানুয়ারী) :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহেশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে র্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভা উপজেলা ছাত্রদল সভাপতি রিয়াদ মোহাম্মদ আরফাতের সভাপতিত্বে উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেমের পরিচালনায় ১লা জানুয়ারী দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাবের হোসেন, উপজেলা যুবদল সভাপতি মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন-উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল করিম রিফাত, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক শফিউল আলম শফি, উপজেলা শ্রমিকদলের সভাপতি নুরুল আবছার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, উপজেলা ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, কালারমারছড়া ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন নুরী পিয়ারু সহ বিএনপি, যুবদল,ছাত্রদল, শ্রমিকদল ও তরুণ প্রজন্ম দলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আওয়ামী স্বৈরশাসক অবৈধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে আটকিয়ে গনতন্ত্রকে গলাঠিপে হত্যা করছে এবং জাতীয়তাবাদী ও ইসলামীমুল্যবোধ বিশ্বাসী নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে।
তারা আরো বলেন, অবিসংবাদিত নেতা তারেক রহমান ও সালাহ উদ্দিন আহমদ কে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে দেশে ফিরতে দিচ্ছে না, অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ সকল বন্দীদের নিঃশর্ত মুক্তি এবং অবিসংবাদিত নেতা তারেক রহমান ও সালাহ উদ্দিন আহমদের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ করে দিতে হবে অন্যথায় গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অবৈধভাবে দখল করা গদি থেকে টেনেঁ হেচড়ে নামাতে বাধ্য হব।
তারা আরো বলেন, ভোট ডাকাতি, ভোটের একদিন আগেই রাতের আধাঁরে ভোট কেন্দ্র থেকে ভোট ডাকাতি, বিকাশের মাধ্যমে ভোট নিয়ে অবৈধভাবে ক্ষমতার গদি দখল করে আর বেশী দিন ঠিকে থাকতে পারবেনা কেননা ভোট ডাকাতির সকল তথ্য প্রমান বির্হিবিশ্ব ও দেশের জনগন জেনে গেছে।
Posted ১:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy