আবদুর রাজ্জাক,মহেশখালী(২৯ জানুয়ারি) :: কক্সবাজারের মহেশখালীতে রুবি আকতার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।এই ঘটনায় শাশুরী আয়েশাকে পুলিশ আটক করেছে।
এদিকে নিহতের মা হোসনে আরার দাবী করছেন তার মেয়েকে শাশুরবাড়ীর লোকজন শারীরিক নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে।
শশুর পক্ষের দাবী রুবি আক্তার বিষ পান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ জানুয়ারী) রাত্রে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাঝের ডেইল গ্রামে।
নিহত রুবি আক্তার মাতারবাড়ি হংস মিয়াজীর পাড়ার মৃত আব্দুল জব্বারের মেয়ে এবং মাঝের ডেইল গ্রামের আলম কুদ্দুসের ছেলে নুরুল আমিনের স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্হল থেকে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
ঘটনার বিবরন ও স্থানীয়দের সুত্রে জানা যায়,দীর্ঘদিন আগে মাতারবাড়ি ইউনিয়নের হংসমিয়াজীর পাড়ার মৃত আব্দুল জব্বারের মেয়ে রুবির সাথে একই ইউনিয়নের মাঝের ডেইল গ্রামের আলম কুদ্দুসের ছেলে নুরুল আমিনের সাথে বিয়ে হয়।
গত রবিবার (২৮ জানুয়ারী) রাত্রে একটি বালিস সংক্রান্ত বিষয় নিয়ে রুবি আকতার ও তার ঝা’র মধ্যে ছেনোয়ারার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে ভাসুর জালাল ও ঝা ছেনুয়ারা ও ভাসুরের মেয়ে রুমানা গৃহবধূ রুবিকে আক্তারকে ব্যাপক মারধর করে । পরে রুবির মৃত্যু হলে গভীর রাতে রুবির পিতা-মাতাকে মৃত্যুর সংবাদ দেয় শশুরবাড়ীর লোকজন। রুবি বাপের বাড়ীর লোকজন পুলিশে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ২৯ জানুয়ারী সোমবার ঘটনাস্থল থেকে রুবিকে উদ্ধার করে মর্গে পাঠায়।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাশুরী আয়েশাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ও সি প্রদীপ কুমার দাশ জানান, বিষয়টি উদঘাটন করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
Posted ১২:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Chy