সরওয়ার কামাল,মহেশখালী(৭ জানুয়ারী) :: মহেশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ)উদযাপন এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ৭ই জানুয়ারী সকাল ১০ টায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা জহির উদ্দিন,মহেশখালী থানার ওসি(তদন্ত)বাবুল আযাদ,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ,বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন, মহেশখালী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম,ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী,হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল,
কুতুবজোমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন,মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ, মহেশখালী ডিগ্রী কলেজে প্রভাষক এহেছানুল করিম সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Posted ৬:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy