সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীর থানার পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মঞ্জুরুল আলম নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
৫ই সেপ্টেম্বর সন্ধ্যায় বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকা থেকে মহেশখালী থানার এসআই মনিষ সরকার ও এসআই বাপ্পী সর্দারের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
মঞ্জুরুল আলম একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। মঞ্জুরুল আলম কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা।
মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, আজ সন্ধ্যায় বড় মহেশখালীর মাহারাপাড়া এলাকার জনৈক আনুমিয়ার বাড়ির সামনে পাকা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Posted ২:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২
coxbangla.com | Chanchal Chy