সরওয়ার কামাল,মহেশখালী(১০ ফেব্রুয়ারী) :: মহেশখালী উপজেলাi কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার হাসান আলীর পুত্র বন মামলার সাজাপ্রাপ্ত আসামী তোফাইল আহমদ(৩৫) কে ৯ ফেব্রুয়ারী রাত ১১টায় মহেশখালী থানার এসআই ছৈয়দ ছানাউল্লাহ,র নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
এব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন,কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার তোফাইল আহমদ একজন বন মামলার সাজাপ্রাপ্ত আসামী তার বিরুদ্ধে অসংখ্যা মামলা রয়েছে।
Posted ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy